বুধবার, ৩১ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » শিক্ষা ও ক্যারিয়ার » কুমিল্লার লারনার্স কেয়ার কোচিং-এ শতাভাগ পাশ
কুমিল্লার লারনার্স কেয়ার কোচিং-এ শতাভাগ পাশ
ইমরান হোসেন মাসুদ, কুমিল্লা : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও প্রাথমিক সমাপনীর পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে ।প্রথম বর্ষের ন্যয় এবছর কুমিল্লার লারনার্স কেয়ার কোচিং সেন্টার ২০১৪ সালের অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও প্রাথমিক সমাপনীর পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে।
এ কোচিং সেন্টার থেকে এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষায় ২৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৬ জন এ-প্লাস ও ৮ জন এ গ্রেড পেয়েছে।তার পাশাপাশি প্রাথমিক সমাপনীর পরীক্ষায় ২৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০জন এ-প্লাস বাকি ৩জন এগ্রেড পায় ।
কোচিংটির দিত্বীয় বার শতভাগ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অনেক খুশি।
অভিভাবক ও এলাকবাসী কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেছেন কোচিং সেন্টারটির শিক্ষক মন্ডলী ও এর সঙ্গে সংশ্লিষ্টদের নিকট ।
শতভাগ সাফল্য অর্জনের ব্যাপারে জানতে চাইলে স্বত্বাধিকার নাজমুল হুদা মজুমদার ও মো: মাহমুদুল হক রিপন দৈনিক পক্ষকালকে জানান,শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টায় এ ফলাফল দিত্বীয় বার অর্জন করা সম্ভব হয়েছে।
আগামী দিনগুলোতেও সাফল্যের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
উল্লেখ্য, এ বছর লারনার্স কেয়ার কোচিং থেকে কুমিল্লা জেলার নাম করা স্কুলে মোট ১৩ শিক্ষার্থী বিভিন্ন স্কুলে ভর্তি হওয়ার গৌরভ অর্জন করে ।তার মধ্যে উল্লেখ্য কুমিল্লা জেলা স্কূল এবং ফয়জুননেসা স্কূল । যোগাযোগ : লারনার্স কেয়ারঅভিবাসি, নানুয়া দক্ষিণ দিঘির পাড়, কুমিল্লা ।




আব্দুর রাজ্জাকের মতামত :পতনের পর আত্মসমালোচনার সময়
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
বিভুরঞ্জন সরকার হেরে যাওয়া এক মধ্যবিত্ত বাঙালী বাবার গল্প
সবচেয়ে প্রতিনিধিত্বশীল পরিষদ: মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি “প্রতিরোধ পর্ষদ”
গবেষণা ও প্রকাশনায় স্বতন্ত্র কণ্ঠ: ছাত্র সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন তন্বি
রাকসু নির্বাচন ২০২৫: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ শুরু ২৪ আগস্ট
জাকসু নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা: সভা-সমাবেশ নিষিদ্ধ, সেনা মোতায়েনের আবেদন
ডাকসু নির্বাচনে ছাত্রদলের ২৭ সদস্যের প্যানেল ঘোষণা
বাংলাদেশের ছাত্ররাজনীতির নতুন জাগরণ: গণতান্ত্রিক সংগ্রামের কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়