
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ হয়েছে। আজ ঢাকার মেহেরবা প্লাজার অস্থায়ী কার্যালয়ে সংগঠনের প্রধান উপদেষ্টা হাসনাত কাইয়ূম ৩০ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন এবং নবনির্বাচিত নেতৃত্বকে শপথ বাক্য পাঠ করান। এসময় সংগঠনের ৮ দফা দাবি প্রকাশ করা হয়।
নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব: সভাপতি: লামিয়া ইসলাম, সিনিয়র সহ-সভাপতি: আরাফাত শেখ সহ-সভাপতি: রাকিব হাসান মজুমদারসা, সাধারণ সম্পাদক: সোলায়মান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক: মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক: নাহিদ হাসান,।রাজনৈতিক সম্পাদক: লামিয়া আক্তার দফতর সম্পাদক: বাকি বিল্লাহ, স্বাস্থ্য সম্পাদক: মীর রায়ান ইসলাম, অর্থ সম্পাদক: তোহফাতুল আলফি