শিরোনাম:
ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | শিক্ষা ও ক্যারিয়ার » হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি | শিক্ষা ও ক্যারিয়ার » হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
৭ বার পঠিত
রবিবার, ১০ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
---
ব্যবহারকারীদের জন্য যোগাযোগের অভিজ্ঞতাকে আরও এক ধাপ এগিয়ে নিতে হোয়াটসঅ্যাপ চালু করল মেটা এআইয়ের সঙ্গে সরাসরি ভয়েস চ্যাট করার যুগান্তকারী সুবিধা। এখন থেকে টাইপ করার বদলে কেবল কথা বলেই যে কোনো তথ্য জানা বা নির্দেশনা দেওয়া যাবে। এই ফিচারটি ব্যবহারকারীদের একটি হ্যান্ডস-ফ্রি এবং দ্রুত যোগাযোগের সুযোগ করে দেবে, যা দৈনন্দিন কাজকে আরও সহজ করে তুলবে।
হোয়াটসঅ্যাপের লোগো
ব্যবহারকারীরা খুব সহজেই এই নতুন ফিচারটি ব্যবহার করতে পারবেন। ডব্লিউবেটা ইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের চ্যাট ট্যাবে থাকা নতুন ‘ওয়েভফর্ম’ আইকনে ট্যাপ করলেই মেটা এআইয়ের সঙ্গে ভয়েস চ্যাট শুরু করা যাবে। এমনকি, ব্যবহারকারীরা চাইলে সেটিংসে গিয়ে মেটা এআই চ্যাট খোলার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস চ্যাট চালু করার অপশনও বেছে নিতে পারবেন। যদিও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে এই সেটিংটি ডিফল্টভাবে বন্ধ রাখা হয়েছে। কিছু ব্যবহারকারী কল ট্যাব থেকেও সরাসরি এই সুবিধা পাচ্ছেন।
নতুন এই ইন্টারফেসটিকে ব্যবহারবান্ধব করতে এতে আগে থেকেই কিছু পরামর্শমূলক প্রশ্ন (প্রম্পট) যোগ করা হয়েছে, যা ব্যবহারকারীকে কথোপকথন শুরু করতে সাহায্য করবে। এ ছাড়া, কোনো প্রশ্ন বা বার্তা দেওয়ার সময় ব্যবহারকারীরা ক্যামেরা বা গ্যালারি থেকে ছবি যুক্ত করে তাদের বক্তব্যকে আরও স্পষ্ট করতে পারবেন।
মেটা এআইয়ের সঙ্গে কথোপকথন চলার সময়েও ব্যবহারকারী তার অন্যান্য কাজ চালিয়ে যেতে পারবেন। ‘কোলাপস’ আইকনে ট্যাপ করলে ভয়েস চ্যাটটি ব্যাকগ্রাউন্ডে চালু থাকবে, যা অনেকটা সাধারণ ফোন কলের মতোই অভিজ্ঞতা দেবে। এই সময়ে ব্যবহারকারী অন্য অ্যাপ ব্যবহার বা ওয়েবসাইট ব্রাউজ করতে পারবেন এবং মেটা এআই তার নির্দেশনা শুনতে ও উত্তর দিতে সক্ষম হবে।
ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এই ফিচারে। ব্যবহারকারী যে কোনো মুহূর্তে মাইক্রোফোন মিউট করতে বা ‘ক্লোজ’ বোতাম চেপে ভয়েস চ্যাট বন্ধ করতে পারবেন। আইওএস ব্যবহারকারীরা স্ক্রিনের ওপরে একটি কমলা বিন্দু দেখতে পাবেন যখন মাইক্রোফোন সক্রিয় থাকবে, যা অ্যাপলের একটি সিস্টেম-স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং এটি নিশ্চিত করে যে ব্যবহারকারী তার মাইক্রোফোন ব্যবহারের বিষয়ে অবগত আছেন।
বিশেষত গাড়ি চালানোর সময়, রান্না বা অন্যান্য কাজ করার মুহূর্তে অথবা যাদের টাইপ করতে অসুবিধা হয়, তাদের জন্য এই হ্যান্ডস-ফ্রি ভয়েস চ্যাট ফিচারটি অত্যন্ত সহায়ক হবে। আইওএস ২৫.২১.১০.৭৬ আপডেট সংস্করণে এই ফিচারটি পর্যায়ক্রমে আগামী সপ্তাহগুলোতে আরও বেশি ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে বলে জানানো হয়েছে।



এ পাতার আরও খবর

ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই! ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট? স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই ‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই
সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের  একমাত্র কেন্দ্রবিন্দু সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু
নুতন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি উস্কে দেবেঃ বাংলাদেশ জাসদ। নুতন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি উস্কে দেবেঃ বাংলাদেশ জাসদ।
ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ  নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)