রবিবার, ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
প্রযুক্তি ডেস্ক
![]()
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট বিশ্বজুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। বুধবার (২ জুলাই) প্রতিষ্ঠানটি এই তথ্য জানায়। চলতি বছরে এটি তাদের দ্বিতীয়বারের মতো বড় ধরনের কর্মী ছাঁটাই।
প্রতিষ্ঠানটি ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে, তা সুনির্দিষ্ট করে জানায়নি। তবে বলেছে, মোট কর্মীর প্রায় চার শতাংশ এই ছাঁটাইয়ের আওতায় পড়বে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের হিসাব বলছে, ২০২৪ সালের জুন পর্যন্ত মাইক্রোসফটের কর্মী সংখ্যা ছিল প্রায় দুই লাখ ২৮ হাজার। সেই হিসাবে চাকরি হারাতে পারেন প্রায় ৯ হাজার কর্মী।
কোম্পানি জানিয়েছে, এই ছাঁটাই বিশ্বজুড়ে বিভিন্ন দলকে প্রভাবিত করবে, যার মধ্যে বিক্রয় বিভাগ এবং এক্সবক্স ভিডিও গেম ইউনিটও রয়েছে। মাইক্রোসফট এক বিবৃতিতে বলেছে, ‘গতিশীল বাজারে নিজেদের সাফল্যের জন্য প্রস্তুত করতে আমরা প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন বাস্তবায়ন করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ব্যবসার কৌশলগত চাহিদা মেটাতে আমরা নিয়মিতভাবে আমাদের কর্মী কাঠামোয় সমন্বয় করে থাকি।’
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, সুইডেনের স্টকহোম-ভিত্তিক মাইক্রোসফটের ‘কিং’ বিভাগ প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করছে, যার সংখ্যা প্রায় ২০০। এই বিভাগটি জনপ্রিয় মোবাইল গেম ‘ক্যান্ডি ক্র্যাশ’ এর নির্মাতা। এছাড়া জেনিম্যাক্সের মতো অন্যান্য ইউরোপীয় দপ্তরেও কর্মী ছাঁটাই শুরু হয়েছে।
এর আগে ২০২৩ সালে মাইক্রোসফট প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করেছিল। চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ছয় হাজার কর্মী ছাঁটাই করে।
জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি ও এর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার প্রেক্ষাপটেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এপ্রিলে প্রতিষ্ঠানটি জানিয়েছিল, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার জন্য সফটওয়্যার বিক্রির ব্যবস্থাপনায় তারা তৃতীয় পক্ষের সাহায্য নেবে। এর ফলে তাদের অভ্যন্তরীণ বিক্রয় দলে ছাঁটাই অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল।
মাইক্রোসফট বলছে, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির সঙ্গে বিনিয়োগের সামঞ্জস্য রাখতে তারা নিয়মিতভাবে সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করে থাকে।




ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই
সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু