
সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » যশোরে রেস্ট হাউজে নারীসহ ওসি, ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
যশোরে রেস্ট হাউজে নারীসহ ওসি, ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
যশোর প্রতিনিধি ৬ জুলাই ২০২৫ |
যশোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রেস্ট হাউজে এক নারীসহ পুলিশের এক কর্মকর্তাকে আটকে রেখে চাঁদা দাবির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর শহরজুড়ে আলোচনার ঝড় বইছে।
কী ঘটেছিল সেদিন?
ঘটনাটি ঘটে গত ৩০ জুন সন্ধ্যায়। ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এক নারীকে সঙ্গে নিয়ে যশোর পাউবোর পুরনো রেস্ট হাউজের ‘কপোতাক্ষ’ কক্ষে ওঠেন। প্রায় এক ঘণ্টা পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি ৫-৬ জন সহযোগী নিয়ে সেখানে উপস্থিত হন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তারা দরজায় ধাক্কা দিলে ওসি বাইরে বেরিয়ে আসেন। এরপর ধস্তাধস্তির মাধ্যমে তাকে আবার কক্ষে ঢুকিয়ে দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ছাত্রদল নেতারা ওসির কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। পরে দুই লাখ টাকায় আপসরফা হয় এবং ওসিসহ নারীকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে সহায়তা করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা
রেস্ট হাউজের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, “ওসি সাইফুল ইসলাম স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে আসেন। আমি নিজে দরজা খুলে কক্ষ বুঝিয়ে দিই। কিছু সময় পর স্থানীয় কিছু লোক এসে দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। পরে ওসি টাকা বের করে দেন, এবং আমাকেও মারধর করা হয়।”
রেস্ট হাউজের ইনচার্জ উপ-সহকারী প্রকৌশলী তরুন হোসেন জানান, “ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে ওসিকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।”
দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
ওসি সাইফুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি এক বন্ধুকে নিয়ে রেস্ট হাউজে ছিলাম। ছাত্রদল নেতারা পূর্বপরিচিত, তাদের সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বরং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।”
অন্যদিকে ছাত্রদল নেতা গোলাম হাসান সনি বলেন, “আমরা সংবাদ পেয়ে সেখানে গিয়েছিলাম, তবে কোনো নারী পাইনি। ওসির সঙ্গে শুধু কথাবার্তা হয়েছে, কোনো চাঁদাবাজি হয়নি।”
তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী
যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, “ঘটনার পরপরই বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। তদন্ত চলছে।”