
বুধবার, ২০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার » গবেষণা ও প্রকাশনায় স্বতন্ত্র কণ্ঠ: ছাত্র সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন তন্বি
গবেষণা ও প্রকাশনায় স্বতন্ত্র কণ্ঠ: ছাত্র সংগঠনগুলোর প্রতি কৃতজ্ঞতা জানালেন তন্বি
পক্ষকাল ডেস্ক | ঢাকা বিশ্ববিদ্যালয়
ডাকসু নির্বাচনে ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জুলাই কন্যা সানজিদা আহমেদ তন্বি। বুধবার (২০ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্রদলসহ যেসব ছাত্র সংগঠন উক্ত পদে প্রার্থী দেয়নি, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তন্বি লিখেছেন, “যেসব সংগঠন আমাকে সম্মান জানিয়েছে, যোগ্য মনে করেছে এবং আমার ওপর আস্থা রেখেছে-তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে তাদের হয়ে কাজ করতে চাই।”
তিনি তার যোগ্যতার প্রেক্ষিতে বলেন, “গবেষণায় আমার গভীর আগ্রহ ও অভিজ্ঞতা রয়েছে। আমার স্নাতক পর্যায়ের একটি গবেষণা ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে। মাস্টার্স পর্যায়ে আমি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছি, যা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপের জন্য সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।”
তন্বি তার পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আপনাদের সহযোগিতা পেলে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব। আমি বিশ্বাস করি, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হব।”
এই পোস্টটি শুধু একটি কৃতজ্ঞতা প্রকাশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা-যেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তন্বি নিজেকে প্রতিষ্ঠিত করছেন গবেষণাভিত্তিক নেতৃত্বের প্রতীক হিসেবে।