রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি | রাজনীতি » . ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
![]()
নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি ড. ইউনূসকে ‘জঙ্গি সন্ত্রাসী’, ‘মানুষ হত্যাকারী’, ‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী’ এবং ‘অর্থলোভী, ধূর্ত শৃগাল’ হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে তার হাত থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষার আহ্বান জানান।
‘ইউনূসের আসল চেহারা উন্মোচিত’
এক বক্তব্যে শেখ হাসিনা বলেন,
“অনেকে ভেবেছিল ড. ইউনূস ক্ষমতায় এলে দেশে শান্তি আসবে, বিদেশি বিনিয়োগের স্রোত বইবে। কিন্তু তার আসল চেহারাটা আজ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্ববাসীর কাছেই উন্মোচিত। সে যে একটা জঙ্গি সন্ত্রাসী, সে যে মানুষ হত্যাকারী এবং অবৈধভাবে ক্ষমতা দখলকারী—এটা এখন স্পষ্ট।”
শ্রমিক আদালতে দণ্ডিত আসামি হিসেবে অভিযোগ
শ্রমিকদের অধিকার প্রসঙ্গে আওয়ামী লীগ সভাপতি ড. ইউনূসকে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত দণ্ডিত আসামি বলে উল্লেখ করেন। তিনি দাবি করেন, শ্রমিকের অর্থ আত্মসাৎ করায় তার বিরুদ্ধে শ্রমিক আদালতে সাজা হয়েছে।
এছাড়া, তার বিরুদ্ধে মানি লন্ডারিং, ট্যাক্স ফাঁকি ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।
মামলা প্রত্যাহারের অভিযোগ
শেখ হাসিনা বলেন, ক্ষমতায় এসে ড. ইউনূস নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করে নেন। একইসঙ্গে ম্যানপাওয়ার ও ডিজিটাল ওয়ালেটসহ নানা ব্যবসা নিজের নিয়ন্ত্রণে নেন বলে অভিযোগ করেন তিনি।
‘অর্থলোভী, ধূর্ত শৃগাল’
বক্তব্যের শেষাংশে শেখ হাসিনা বলেন,
“ড. ইউনূস অর্থলোভী, ধূর্ত শৃগাল। এর হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। এদের হাতে কেউ নিরাপদ নয়।”




আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন