
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক পক্ষকাল
আফগানিস্তানের তালিবান সরকার যুক্তরাষ্ট্রের প্রতি কঠোর বার্তা দিয়েছে যে বাগরাম বিমানঘাঁটি কখনোই আমেরিকার হাতে হস্তান্তর করা হবে না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, বাগরাম ঘাঁটি ফেরত দেওয়া উচিত; নইলে “খারাপ কিছু ঘটতে পারে”। তার ওই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়ায় তালিবান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপস করবে না। প্রয়োজনে আরও বিশ বছর লড়াইয়ের জন্যও তারা প্রস্তুত।
তালিবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ বলেন, “আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে আপসহীন। বাগরাম কারও হাতে তুলে দেওয়া হবে না। আফগানিস্তান কোনো বিদেশি ঘাঁটি গ্রহণ করবে না।” তার মতে, যুক্তরাষ্ট্রের এমন দাবি সম্পূর্ণ অযৌক্তিক এবং আফগান জনগণ তা মেনে নেবে না।
কৌশলগত গুরুত্ব
কাবুল থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থিত বাগরাম বিমানঘাঁটি দুই দশক ধরে মার্কিন সেনাদের অন্যতম প্রধান ঘাঁটি ছিল। সন্ত্রাসবিরোধী যুদ্ধ চলাকালে এই ঘাঁটি থেকেই যুক্তরাষ্ট্র আফগানিস্তানে তাদের বড় বড় সামরিক অভিযান পরিচালনা করেছে। রানওয়ে, টার্মিনাল, ও বিশাল অবকাঠামোর কারণে বাগরাম এখনো কৌশলগতভাবে অতি গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
বিশ্লেষকদের মতে, তালিবানের এই ঘোষণা যুক্তরাষ্ট্র-আফগান সম্পর্ককে নতুন করে সংকটে ফেলতে পারে। যুক্তরাষ্ট্র চাইছে দক্ষিণ ও মধ্য এশিয়ায় পুনরায় সামরিক অবস্থান শক্তিশালী করতে, অন্যদিকে তালিবান জোর দিচ্ছে স্বাধীনতা ও বিদেশি হস্তক্ষেপমুক্ত শাসনের ওপর। ফলে বাগরাম ইস্যু ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
পটভূমি
২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পর থেকে বাগরাম ছিল তাদের মূল ঘাঁটি। ২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালিবান সেটি দখল করে নেয়। এরপর থেকেই এ ঘাঁটি আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
সূত্র:
AP News, Reuters, Al Jazeera, Politico, RFE/RL প্রভৃতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।