
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিতর্ক: রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা আন্তর্জাতিক মহলে
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিতর্ক: রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা আন্তর্জাতিক মহলে
প্রকাশকাল: জুলাই ২০২৫ স্থান: ঢাকা
অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী আইন উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য-”এই সরকারের আমলেই জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে”-নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে বিচার শুরু হলেও, সময়সীমা নির্ধারণমূলক ভাষ্যকে অনেকেই বিচারিক হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখছেন।
আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত না হলে এই বিচার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা হারাতে পারে। জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন ইতিমধ্যে সতর্ক করেছে যে, “ন্যায়বিচার দ্রুত হতে পারে, কিন্তু তা যেন জনচাপ বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়।”
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক। তবে অতীতে শেখ হাসিনা সরকারের আমলে বিচারাধীন মামলার রায় নিয়ে মন্ত্রীদের মন্তব্য বিচার বিভাগের উপর রাজনৈতিক প্রভাবের নজির হিসেবে সমালোচিত হয়েছিল।
বর্তমান অন্তর্বর্তী সরকার কতদিন ক্ষমতায় থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৩-৫ বছরের রূপান্তরকাল প্রস্তাব করা হলেও, বিচার বিভাগের সংস্কার এবং মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ করতে বহু বছর সময় লাগতে পারে, বলছেন আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা।
এমন প্রেক্ষাপটে, বিচার বিভাগের স্বাধীনতা, সাক্ষ্য-প্রমাণের যথাযথ বিশ্লেষণ, এবং রাজনৈতিক নিরপেক্ষতা-এই তিনটি বিষয়ই বিচার প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে।