মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ইটিভি চেয়ারম্যান
পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ইটিভি চেয়ারম্যান
পক্ষকাল প্রতিবেদক : বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামকে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে।
মঙ্গলবার সকালে উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, তাকে প্রথমে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়, এরপর ক্যান্টনমেন্ট থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। গত বছরের ২৬ নভেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি (নম্বর ১৪) দায়ের করেন কানিজ ফাতেমা নামের এক মহিলা।
ক্যান্টনমেন্ট থানার ওসি আতিকুর রহমান মঙ্গলবার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলাতেই আব্দুস সালামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এর আগে মঙ্গলবার মধ্যরাতে ইটিভি কার্যালয়ের নিচ থেকে সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, একুশে টেলিভিশনের অপরাধবিষয়ক অনুসন্ধানী অনুষ্ঠান একুশের চোখ-এ এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে প্রতিবেদন প্রচার করা হয়।
![]()
এর আগে ইটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক অখিল পোদ্দার বলেন, রাত সাড়ে ৩টার দিকে ইটিভি চেয়ারম্যান সালাম গুলশানে বাসায় যাওয়ার উদ্দেশে অফিস থেকে বের হন। গাড়ি নিয়ে রাস্তায় নামতেই গোয়েন্দা পুলিশের (ডিবি) একদল লোক তার পথ আটকায়। সালামের গাড়িচালক বাদল শিকদারকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে তারা গাড়িসহ ইটিভি চেয়ারম্যানকে নিয়ে যায়।




ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই
সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু