শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » সম্পাদক বলছি » বৌদ্ধ মূর্তির ভিতরে লুকিয়ে রয়েছে হাজার বছরের পুরানো মমি
বৌদ্ধ মূর্তির ভিতরে লুকিয়ে রয়েছে হাজার বছরের পুরানো মমি
বৌদ্ধ মূর্তির ভিতরে লুকিয়ে রয়েছে হাজার বছরের পুরানো মমি
![]()
পক্ষকাল ডেস্ক: কৌতূহলবশত হাজার বছরের পুরানো বৌদ্ধ মূর্তি স্ক্যান করে দেখা গেল মূর্তির ভিতরে রয়েছে আস্ত একখানি মমি। নরওয়ের মিন্ডার মেডিক্যাল সেন্টারে চিনা বৌদ্ধ মূর্তিকে সিটি স্ক্যান করানো হয়। অবশেষে বিশেষজ্ঞদের বিশ্বাস সত্যি হল।
চিনা বৌদ্ধ মূর্তির ভিতরে মমির রূপান্তরে খোঁজ মিলল লিকুয়ান বৌদ্ধ ভিক্ষুকের। ১১০০ খ্রীষ্টাদ্বে সময়কালে এই বৌদ্ধ সন্ন্যাসী মমিতে পরিণত হয়েছিলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সেই সময় “সেল্ফ মমিফিকেশন” অর্থাত আধ্যাত্মিক মানুষরা নিজেরাই সমাধিস্ত হওয়ার প্রথা প্রচলিত ছিল।
মূর্তির ভিতরে মমির খোঁজ মেলায় বিশেষজ্ঞরা কোনও অবাক হননি। উল্টে তাঁদের অনুমান সঠিক হওয়ায় বেশ খুশি। গতবছর নেদারল্যান্ডে ড্রেন্টস মিউজিয়ামে প্রদশর্নী হয় লিকুয়ান বৌদ্ধ মূর্তিকে নিয়ে। সেখানে আরও বিস্তারিত গবেষণা করা হয়। সিটি স্ক্যন ও এন্ডোস্কোপি করে দেখা গেছে সব অঙ্গ বার করে নেওয়া হয়েছে শরীর থেকে। ভিতরে রয়েছে কাগজের মন্ডপ। তবে ওই কাগজে কী লেখা আছে সে সম্বন্ধে বিজ্ঞানীরা এখনও সন্দিহান।




২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল রায়: বিচার, রাজনীতি ও গণতন্ত্রের সন্ধিক্ষণে
মতামত | নির্বাচনকালীন সরকার নিয়ে অধ্যাপক নজরুলের বক্তব্য: প্রশ্নবিদ্ধ আত্মবিশ্বাস না গণতান্ত্রিক দায়?
সম্পাদকীয়: ছায়া-শাসনের ছায়ায় বাংলাদেশ-নির্বাচনের সময়সূচি, পরিসংখ্যান ও ভবিষ্যতের প্রশ্ন
বাংলাদেশ কোন পথে-অন্তর্বর্তী সরকার, না পরিকল্পিত ক্ষমতা দখল?
“আমি শফিকুল ইসলাম কাজল-এই বাংলাদেশ আমি চাইনি”
অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি
সম্পাদকীয়: বিদেশি অপারেটর-দক্ষতার পিছনে কোন স্বার্থ লুকানো?
বাংলাদেশের রাজনৈতিক গতিপথ: ঘরে ঘরে সংঘাত, সেনা শাসন নাকি নতুন গণতান্ত্রিক বিন্যাস?
“বাংলাদেশের যাত্রা কোন পথে-নির্বাচন, অরাজকতা না কি বৈপ্লবিক প্রতারণা?”