বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » সম্পাদক বলছি » তাঁর নামে মন্দির, বিস্মিত ও দুঃখিত মোদী
তাঁর নামে মন্দির, বিস্মিত ও দুঃখিত মোদী
![]()
ওয়েব ডেস্ক নয়াদিল্লি: তাঁর নামে মন্দির নির্মাণের খবরে বিস্ময় প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহ¯পতিবার তিনি জানালেন, এই ঘটনায় তিনি যারপরনাই অবাক ও দুঃখিত। তাঁর মতে, এর
পরিবর্তে মানুষের উচিত স্বচ্ছ ভারত গড়ার স্বপ্নকে রূপায়িত করতে সময় ও শ্রম ব্যয় করা। মোদী
বলেন, ‘খবরে দেখলাম আমার নামে মন্দির নির্মাণ করা হয়েছে। আমি হতভম্ব। এটা অত্যন্ত দুঃখের
এবং ভারতের ঐতিহ্যের পরিপন্থী।’ তিনি যোগ করেন, ‘এধরণের মন্দির নির্মাণ করতে আমাদের
সংস্কৃতি শেখায় না। ব্যক্তিগতভাবে আমি ভীষণ দুঃখিত। যাঁরা করছেন, তাঁদের অনুরোধ করব, এমন
না করতে।’
বস্তুত, মোদীর ৩৫০ জন অনুগামী মিলে আমদাবাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে এমনই এক
মন্দির নির্মাণ করেছেন। এই মন্দিরে পূজিত হতে চলেছেন স্বয়ং মোদী। সেখানে মোদীর ছিমছাম
সজ্জিত আবক্ষ মূর্তি বসানো হয়েছে। জানা গিয়েছে, আগামী রবিবার এই মন্দিরের দ্বারোদঘাটন
হওয়ার কথা। সকাল-বিকেল ভক্তরা এসে মন্দিরে পুজো দিতে পারবেন।




২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল রায়: বিচার, রাজনীতি ও গণতন্ত্রের সন্ধিক্ষণে
মতামত | নির্বাচনকালীন সরকার নিয়ে অধ্যাপক নজরুলের বক্তব্য: প্রশ্নবিদ্ধ আত্মবিশ্বাস না গণতান্ত্রিক দায়?
সম্পাদকীয়: ছায়া-শাসনের ছায়ায় বাংলাদেশ-নির্বাচনের সময়সূচি, পরিসংখ্যান ও ভবিষ্যতের প্রশ্ন
বাংলাদেশ কোন পথে-অন্তর্বর্তী সরকার, না পরিকল্পিত ক্ষমতা দখল?
“আমি শফিকুল ইসলাম কাজল-এই বাংলাদেশ আমি চাইনি”
অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি
সম্পাদকীয়: বিদেশি অপারেটর-দক্ষতার পিছনে কোন স্বার্থ লুকানো?
বাংলাদেশের রাজনৈতিক গতিপথ: ঘরে ঘরে সংঘাত, সেনা শাসন নাকি নতুন গণতান্ত্রিক বিন্যাস?
“বাংলাদেশের যাত্রা কোন পথে-নির্বাচন, অরাজকতা না কি বৈপ্লবিক প্রতারণা?”