ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে আলোচনায় ফিরল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
![]()
দীর্ঘ বিরতির পর পুনরায় পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছে ইরান এবং ইউরোপের তিন প্রধান শক্তি-যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর নেতৃত্বাধীন জার্মানি। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলে এই দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে।
ইরানের পতাকা
সংশ্লিষ্ট প্রতিনিধিদলগুলোকে বহনকারী যানবাহন কনস্যুলেট চত্বরে প্রবেশ করতে দেখা গেছে। অত্যন্ত সংবেদনশীল এই আলোচনাটি সম্পূর্ণ রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
আলোচনায় উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির অভিজ্ঞ কূটনীতিক মাজিদ তখত-রাভাঞ্চি এবং কাজেম গরিবাবাদি। ২০১৫ সালের পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোর বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইরান এই বৈঠকে পুনরায় যোগ দিতে সম্মত হয়েছে।
এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলেই ই৩ গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সংলাপ অব্যাহত রাখতে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছিল।
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের চালানো হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জের ধরে মার্কিন-ইরান পরোক্ষ আলোচনা এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চলমান বৃহত্তর আলোচনা প্রক্রিয়া-উভয়ই স্থগিত হয়ে যায়। প্রায় এক মাস পর এই বৈঠকের মাধ্যমে সেই অচলাবস্থা কাটানোর প্রয়াস নেওয়া হচ্ছে।





বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না