ইউরোপীয় ইউনিয়নের অনুরোধে আলোচনায় ফিরল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ বিরতির পর পুনরায় পরমাণু চুক্তির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসেছে ইরান এবং ইউরোপের তিন প্রধান শক্তি-যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-এর নেতৃত্বাধীন জার্মানি। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেলে এই দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে।
ইরানের পতাকা
সংশ্লিষ্ট প্রতিনিধিদলগুলোকে বহনকারী যানবাহন কনস্যুলেট চত্বরে প্রবেশ করতে দেখা গেছে। অত্যন্ত সংবেদনশীল এই আলোচনাটি সম্পূর্ণ রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।
আলোচনায় উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ইরানের প্রতিনিধিত্ব করছেন দেশটির অভিজ্ঞ কূটনীতিক মাজিদ তখত-রাভাঞ্চি এবং কাজেম গরিবাবাদি। ২০১৫ সালের পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলোর বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতেই ইরান এই বৈঠকে পুনরায় যোগ দিতে সম্মত হয়েছে।
এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলেই ই৩ গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোর সঙ্গেও সংলাপ অব্যাহত রাখতে উভয় পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছিল।
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের ওপর ইসরায়েলের চালানো হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জের ধরে মার্কিন-ইরান পরোক্ষ আলোচনা এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চলমান বৃহত্তর আলোচনা প্রক্রিয়া-উভয়ই স্থগিত হয়ে যায়। প্রায় এক মাস পর এই বৈঠকের মাধ্যমে সেই অচলাবস্থা কাটানোর প্রয়াস নেওয়া হচ্ছে।