
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » পারমাণবিক মতবাদ অপরিবর্তিত, পশ্চিমাদের প্রতি রাশিয়ার কড়া হুঁশিয়ারি
পারমাণবিক মতবাদ অপরিবর্তিত, পশ্চিমাদের প্রতি রাশিয়ার কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনকে কোনো পারমাণবিক শক্তিধর দেশ সহায়তা করলে সেটিকে নিজেদের ওপর যৌথ আক্রমণ হিসেবে গণ্য করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইউরোপীয় নেতাদের বিরুদ্ধে মস্কোর প্রতি ‘উন্মত্ত সামরিকতা’ প্রদর্শনের অভিযোগ তুলেছে দেশটি। বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেন।
দিমিত্রি পেসকভ
সংবাদ সম্মেলনে রাশিয়ার পারমাণবিক মতবাদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন করা হলে পেসকভ এর বৈধতা নিশ্চিত করে বলেন, ‘পারমাণবিক মতবাদ কার্যকর রয়েছে এবং এর সব বিধানই প্রযোজ্য।’ তবে তিনি জোর দিয়ে বলেন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্যই কেবল চরম ব্যবস্থা হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হতে পারে।
পেসকভ সব পক্ষের প্রতি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি, ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় পুনরায় উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা সবাইকে এই প্রক্রিয়া সহজ করার জন্য অনুরোধ করছি। এই প্রেক্ষাপটে, প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের।’
রাশিয়ার বিরুদ্ধে সমালোচনার কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে সমান্তরালভাবে চাপও প্রয়োগ করা হচ্ছে।
জার্মানি ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে পেসকভ বলেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ইউরোপীয়দের মধ্যে ‘বিবেচনাবোধের অবশেষ’ এখনো বিদ্যমান, যদিও অস্ত্র সরবরাহ অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ‘এটি একটি ব্যবসা। এর আগেও সরবরাহ হয়েছে। কেউ তা থামায়নি। প্রশ্ন শুধু একটাই, এর জন্য অর্থ কে দেবে। এখন কিছু ইউরোপীয় এর জন্য অর্থ দেবে।’
পেসকভ নিশ্চিত করেন যে, ইউক্রেনে সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে সব ধরনের আলোচনা রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় রাজনীতিবিদদের রুশ-বিরোধী বক্তব্যের জবাবে পেসকভ তাদের অবস্থানকে মস্কোর প্রতি ‘উন্মত্ত সামরিকতা’ প্রদর্শন হিসেবে আখ্যায়িত করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য আলোচনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, এই ধরনের যোগাযোগ ‘দ্রুত আয়োজন করা সম্ভব’ হলেও বর্তমানে এর কোনো পরিকল্পনা নেই।