শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ইইউর নিষেধাজ্ঞার তালিকায় ইরানের ৮ ব্যক্তি ও একটি সংগঠন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » ইইউর নিষেধাজ্ঞার তালিকায় ইরানের ৮ ব্যক্তি ও একটি সংগঠন
৩ বার পঠিত
বুধবার, ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইইউর নিষেধাজ্ঞার তালিকায় ইরানের ৮ ব্যক্তি ও একটি সংগঠন

আন্তর্জাতিক ডেস্ক
---
ইরানের ভিন্নমতাবলম্বী ও মানবাধিকারকর্মীদের লক্ষ্য করে পরিকল্পিত হত্যাকাণ্ড ও দমন-পীড়নের অভিযোগে আট ব্যক্তি ও একটি অপরাধ সংগঠনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পতাকা
মঙ্গলবার (১৫ জুলাই) ইউরোপীয় কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, এসব ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে ইউরোপজুড়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ‘আন্তর্জাতিক দমননীতির’ অভিযোগ রয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সম্পদ জব্দ এবং ইউরোপে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় সর্বাধিক আলোচিত নাম হলো ‘জিন্দাশতি নেটওয়ার্ক’, একটি সংঘবদ্ধ অপরাধচক্র, যা ইরানের ‘মিনিস্ট্রি অব ইনটেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি’ (এমওআইএস) এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।
ইইউ জানিয়েছে, এই চক্রটি বিশ্বের বিভিন্ন দেশে ইরানি ভিন্নমতাবলম্বীদের টার্গেট করে হত্যা, অপহরণ ও হুমকি দিয়ে দমন করে আসছিল।
চক্রটির প্রধান হিসেবে চিহ্নিত নাজি ইব্রাহিম শরিফি-জিন্দাশতি একজন কুখ্যাত মাদক পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধচক্রের নেতা। তাকে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে।
নিষেধাজ্ঞায় আরও রয়েছে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের ইউনিট-৮৪০ এর নেতা মোহাম্মদ আনসারি, যিনি ইউরোপে অবস্থানরত ইরানবিরোধী সাংবাদিক ও লেখকদের হত্যা পরিকল্পনা ও নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ইউরোপীয় কাউন্সিল বলেছে, এই তালিকাভুক্তির মাধ্যমে তারা বিশ্বব্যাপী ইরান সরকারের ‘প্রক্সি এজেন্ট’ ও অপরাধচক্র ব্যবহার করে ট্রান্সন্যাশনাল রিপ্রেশন চালানোর বিষয়টি দৃশ্যমান করতে চায়।
ইইউর মতে, এসব চক্র ইরানের স্বার্থে ইউরোপীয় দেশগুলোতেও ভিন্নমতাবলম্বীদের টার্গেট করছে, যা একদিকে মানবাধিকার লঙ্ঘনের নজির, অন্যদিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্যও হুমকি।
ইউরোপীয় কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, “এই নিষেধাজ্ঞাগুলো ইরান সরকারের প্ররোচনায় সংঘটিত আন্তর্জাতিক নিপীড়নের প্রতি আমাদের নীতিগত ও কূটনৈতিক জবাব। সংগঠিত অপরাধ ও ভিন্নমতাবলম্বীদের নিধন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)