শিরোনাম:
ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন পুতিন, আমাকে নয়
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন পুতিন, আমাকে নয়
৩২ বার পঠিত
বুধবার, ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য: ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেনকে বোকা বানিয়েছেন পুতিন, আমাকে নয়

বিশ্ব ডেস্কঃ---
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, পুতিন তার চার পূর্বসূরিকে বোকা বানালেও তাকে পারেননি। সোমবার (১৪ জুলাই) ওভাল অফিসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
পুতিন ও ৫ মার্কিন প্রেসিডেন্ট
ট্রাম্প বলেন, ‘এটা বহু বছরের প্রমাণিত একটি বিষয়। পুতিন অনেককেই বোকা বানিয়েছেন- ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন-সবাইকে। কিন্তু আমাকে তিনি ধোঁকা দিতে পারেননি।’
ইউক্রেন যুদ্ধের জন্য বাইডেন প্রশাসনকে দায়ী করে ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ আমার নয়, বাইডেনের যুদ্ধ। আমি আপনাদের এই যুদ্ধ থেকে বের করে আনার চেষ্টা করছি। এটি ডেমোক্র্যাটদের যুদ্ধ, রিপাবলিকান বা ট্রাম্পের নয়। এই যুদ্ধ কখনোই শুরু হতো না, হওয়া উচিতও ছিল না।’
পুতিনের প্রতি হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘শুধু কথায় কাজ হবে না, এখন দরকার কাজ ও ফলাফল। আমি ভেবেছিলাম মাস দুয়েকের মধ্যেই আমরা একটা চুক্তিতে পৌঁছাতে পারব, কিন্তু তা হয়নি।’ এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৫০ দিনের মধ্যে চুক্তি না হলে আমরা রাশিয়ার ওপর নতুন করে দ্বিতীয় ধাপের শুল্ক আরোপ করব।’
এর আগে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের শুরুতে পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন, যাতে ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে শেষ করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে পুতিনের বিরুদ্ধে তার ধৈর্য কমতে দেখা গেছে। কারণ, রাশিয়া ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে।
ট্রাম্প জানান, তার স্ত্রী মেলানিয়ার কথায় পুতিন সম্পর্কে তার ধারণা পাল্টেছে। তিনি বলেন, ‘আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বললাম, আজ পুতিনের সঙ্গে দারুণ আলোচনা হয়েছে। জবাবে সে বলল, তাই নাকি? এর মধ্যেই তো আরেকটি শহরে হামলা হয়েছে।’ পুতিনকে সরাসরি ‘খুনি’ বলতে নারাজ ট্রাম্প। তিনি বলেন, ‘আমি তাকে খুনি বলব না, তবে তিনি একজন কঠিন প্রকৃতির মানুষ।’
বৈঠকে ট্রাম্প ও রুটে একটি বড় আকারের অস্ত্র চুক্তির ঘোষণা দেন। এর আওতায় জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের মতো মিত্র দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে শত শত কোটি ডলারের অস্ত্র, বিশেষ করে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনে ইউক্রেনকে সরবরাহ করবে।
মার্ক রুটে এই চুক্তিকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে বলেন, ‘এটি সত্যিই একটি বড় উদ্যোগ। ইউক্রেনকে সহায়তা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একক বোঝা কমাতে এটি একটি বিশাল পদক্ষেপ।’
এদিকে, মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ট্রাম্পের ইউক্রেন নীতির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ট্রাম্প প্রথম থেকেই পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছেন, আর পুতিন এর প্রতিদান হিসেবে ইউক্রেনে সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্পের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তিনি মার্কিনিদের শান্তির প্রতিশ্রুতি দিলেও বাস্তবে করছেন ঠিক তার উল্টো।’
জেফরিস কংগ্রেসকে স্বাধীনভাবে রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আরও বলেন, ‘আমরা ইউক্রেনের জনগণ ও মুক্ত বিশ্বের পাশে থাকব, যতক্ষণ না তারা বিজয় অর্জন করে।’



এ পাতার আরও খবর

আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা? মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না
পুতিন-ট্রাম্প বৈঠক ব্যর্থ: ইউক্রেনের ইইউ ও ন্যাটো সদস্যপদে রাশিয়ার ‘ভেটো’ অগ্রহণযোগ্য — ইউরোপীয় নেতাদের হুঁশিয়ারি পুতিন-ট্রাম্প বৈঠক ব্যর্থ: ইউক্রেনের ইইউ ও ন্যাটো সদস্যপদে রাশিয়ার ‘ভেটো’ অগ্রহণযোগ্য — ইউরোপীয় নেতাদের হুঁশিয়ারি
ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউরোপের আট দেশ ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ইউরোপের আট দেশ
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে কয়েকটি ভবন তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে কয়েকটি ভবন
আলাস্কায় আমন্ত্রণ: পুতিনের একঘরে অবস্থার অবসান, না কি ভূরাজনৈতিক পুনর্বাসন? আলাস্কায় আমন্ত্রণ: পুতিনের একঘরে অবস্থার অবসান, না কি ভূরাজনৈতিক পুনর্বাসন?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)