ট্রাম্প: পুতিনের ওপর হতাশ, তবে হাল ছাড়িনি
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার রুশ প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের ওপর ‘হতাশ হলেও হাল ছাড়েননি’ বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার সকালে ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ ফোনালাপে তিনি এ কথা বলেন। একই সঙ্গে পুতিনকে বিশ্বাস করা নিয়েও তিনি নিজের সংশয়ের কথা জানিয়েছেন।
ছবিতে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প
ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণার একদিন পরই ট্রাম্প এই সাক্ষাৎকার দেন। সোমবার তিনি কিয়েভকে নতুন ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেন এবং মস্কোকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য ৫০ দিনের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় দেশটিকে ‘অত্যন্ত গুরুতর’ শুল্কের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গেছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি তার ওপর হতাশ, কিন্তু আমি তার সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলিনি। তবে আমি তার ওপর হতাশ।’
পুতিনকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রায় কাউকেই বিশ্বাস করি না।’
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন, তিনি চারবার ভেবেছিলেন রাশিয়ার সঙ্গে একটি চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। তিনি বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ‘কাজ করে যাচ্ছে’।
আলোচনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমাদের মধ্যে দারুণ আলোচনা হয়। আমি বলি, ‘এটা ভালো, আমার মনে হচ্ছে আমরা চুক্তির কাছাকাছি চলে এসেছি’, আর ঠিক তখনই সে কিয়েভে একটি ভবন গুঁড়িয়ে দেয়।’
সাক্ষাৎকারে ন্যাটো জোটকে এখনো ‘সেকেলে’ ভাবেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘না। আমি মনে করি ন্যাটো এখন তার ঠিক উল্টো হয়ে উঠছে।’ এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জোটের সদস্য দেশগুলো এখন ‘নিজেদের খরচ নিজেরাই বহন করছে’।
ট্রাম্প আরও বলেন, তিনি এখনো সম্মিলিত প্রতিরক্ষায় বিশ্বাসী। কারণ এটি ছোট দেশগুলোকে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে সহায়তা করে।