স্মার্টকার্ড নিলেন রাষ্ট্রপতি
![]()
ডেস্কঃ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের হাতে তার স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমেদ।সিইসি রোববার বঙ্গভবনে গিয়ে স্মার্ট এনআইডি পৌঁছে দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় সিইসি এনআইডি বিতরণ সম্পর্কে বিভিন্ন তথ্য রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় সিইসি জানান, ২০১৭ সালের ডিসেম্বর নাগাদ সব ভোটারের হাতে স্মার্ট এনআইডি পৌঁছে দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, এই কার্ডের মাধ্যমে সরকারি বিভিন্ন সেবায় স্বচ্ছতা নিশ্চিত হবে।”
রাষ্ট্রপতি আবদুল হামিদ নির্বাচন কমিশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, বাংলাদেশ যে সামনে এগিয়ে যাচ্ছে এই উদ্যোগ তার একটি ভালো উদাহরণ।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ উদ্বোধন হয়। অনুষ্ঠানে সিইসির কাছে রাষ্ট্রপতির স্মার্ট এনআইডি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই অনুষ্ঠানে সিইসি প্রধানমন্ত্রীর হাতে তার স্মার্ট কার্ড তুলে দেন এবং পরে শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের হাতে তাদের কার্ড তুলে দেন।
ব্রুনেই দারুস সালামে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসেইন রোববার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশ-ব্রুনেই দারুস সালামের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ‘চমৎকার’ উল্লেখ করে দেশটিকে কর্মরত ১০ হাজার বাংলাদেশির কল্যাণ নিশ্চিতে নতুন দূতকে আহ্বান করেন।
রাষ্ট্রপতি বলেন, দুই দেশের বাণিজ-বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে। তিনি এ সময় হাইকমিশনারকে সুযোগ কাজে লাগাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।





ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই
সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু