শিরোনাম:
ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিনোদন » এত হট জ্যাকলিনকে আগে দেখা যায়নি!
প্রথম পাতা » বিনোদন » এত হট জ্যাকলিনকে আগে দেখা যায়নি!
১১০৪ বার পঠিত
বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এত হট জ্যাকলিনকে আগে দেখা যায়নি!

---
ওয়েব ডেস্ক: সেক্সি। হট। মিস্টেরিয়াস। এমনই নতুন অবতারে ফিরে এলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। একের পর এক আলাদা আলাদা চরিত্র। আর নতুন নতুন অবতারে হাজির জ্যাকলিন। কোথাও হট মডেল তো কোথাও অন্য চরিত্র। সব ছবিতেই তাঁর লুকস নিয়ে প্রশংশিত হয়েছেন তিনি। এবার তাঁর নতুন ছবি ‘ঢিশুম’য়ে তাঁকে দেখা যেতে চলেছে এমন এক চরিত্রে, যা তিনি আগে কখনও করেননি।জন আব্রাহাম, বরুন ধাওয়ান অভিনীত ‘ঢিশুম’ ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা যাবে ক্রিমিনালের চরিত্রে। তবে যে সে ক্রিমিনাল নয়, একেবারে হট এবং রহস্যময়ীর ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। রোহিত ধাওয়ানের পরিচালিত ছবি ‘ঢিশুম’ মুক্তি পেতে চলেছে আগামী ২৯ জুলাইতে।

‘ঢিশুম’ ছবিতে জ্যাকলিনের লুকস দেখলে তাঁর চরিত্র সম্পর্কে কিছুই আন্দাজ করা যাবে না। ছবিতে দেখা যাচ্ছে, জ্যাকলিনের হাত চেন দিয়ে বাঁধা। অথচ তাঁকে মোটেই ক্রিমিনালের মতো নয়, বরং অনেক বেশি সিজলিং এবং মিস্টেরিয়াস লাগছে। ‘ঢিশুম’ ছাড়াও তাঁর আপকামিং ছবির তালিকায় রয়েছে ‘হাউজফুল থ্রি’ ও ‘এ ফ্লাইং জাট’।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)