চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
![]()
উন্নয়নের ধোঁয়া, লুটপাটের আগুন: চরপাড়ায় উপদেষ্টা আসিফ চরের রাজত্বে হাহাকার!
চরপাড়া, বাংলাদেশ - চরপাড়ার আকাশে আজকাল শুধু ধোঁয়া, কিন্তু আগুন কোথায় কেউ জানে না। তবে স্থানীয়রা বলছেন, আগুনটা লেগেছে উন্নয়নের নামে লাগামহীন লুটপাটে। আর সেই আগুনে ঘি ঢালছেন স্বঘোষিত “উন্নয়ন উপদেষ্টা” আসিফ চর ও তাঁর “বড় গলার” মা।
উন্নয়ন প্রকল্প: কাগজে রাজপ্রাসাদ, মাটিতে ধ্বংসস্তূপ
উপদেষ্টা আসিফ চর গতকাল ঘোষণা দিয়েছেন, “চরপাড়ায় হবে ফ্লাইওভার, মেট্রোরেল, আর কৃত্রিম হিমালয়!” তবে বাস্তবে দেখা গেছে:
ফ্লাইওভারের জায়গায় বাঁশের গেট
মেট্রোরেলের বদলে ভাঙা রিকশা
আর হিমালয়ের বদলে মায়ের গলার উচ্চতা
স্থানীয় এক বৃদ্ধ বলেন, “উন্নয়ন তো দেখি শুধু ফেইসবুকে, মাঠে গেলে দেখি গর্ত আর গুজব।”
হিসাবের হিজিবিজি: ৫ টাকার কাজ ৫ কোটি টাকায়
চরপাড়ার উন্নয়ন প্রকল্পে দেখা গেছে:
প্রকল্প বরাদ্দ বাস্তব অবস্থা
চরপাড়া ডিজিটাল স্কুল ৩ কোটি টাকা ছাদে টিন, ক্লাসে মশা
নদী বাঁধ নির্মাণ ৫ কোটি টাকা বাঁধ নেই, শুধু বাঁধা
উপদেষ্টার অফিস ২ কোটি টাকা এসি চালু, দরজা বন্ধ
উপদেষ্টা বলেন, “টাকা তো খরচ হয়েছে, উন্নয়ন চোখে না পড়লে চোখ চেক করান।”
মায়ের ভাষ্য: “আমার ছেলে তো ফেরেশতা!”
আসিফ চরের মা, যিনি নিজেকে “চরপাড়ার জননী” বলেন, দাবি করেছেন:
“আমার ছেলে যদি লুটপাট করে, তাহলে নদীও উল্টো স্রোতে চলে যাবে!”
তিনি আরও বলেন, “আমার গলার জোরেই তো এই গ্রামে উন্নয়ন এসেছে। না হলে তো সবাই এখনো গরুর গাড়িতে চড়ত!”
বিরোধীদের অভিযোগ: “উন্নয়ন নয়, এটা উন্নয়ন-নাটক”
চরপাড়া বিরোধী ফোরামের সভাপতি বলেন,
“আসিফ চর উন্নয়নের নামে নাটক করছেন। আমরা চাই তদন্ত, না হলে চরপাড়ার নাম হবে ‘চর-লুটপাড়া’।”
চরপাড়ার আয়নায় দেশের প্রতিচ্ছবি
চরপাড়ার এই কাহিনি যেন দেশের বৃহত্তর বাস্তবতার প্রতিচ্ছবি। যেখানে উন্নয়ন মানে পোস্টার, ব্যানার আর ফিতা কাটা উৎসব। আর জনগণ? তারা শুধু দর্শক-হতবাক, হতাশ, আর কখনো কখনো হাস্যরসে ভরপুর।





ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!
দুর্নীতির বাদশা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল গংদের দুর্নীতি রুখবে কে?
সদ্য অবসরে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য (পর্ব-২)
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার