রবিবার, ২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
![]()
নিজস্ব প্রতিবেদকঃ
* অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে-দুদক
* আমি দুর্নীতির টাকায় কয়েক কোটি টাকার সম্পদ করেছি-হেলাল
* এই দেশে টাকা থাকলে আইন থাকে পকেটে
* কয়েক কোটি টাকা মূল্যের পাঁচতলা একটা বাড়ি
* কোটি টাকা মূল্যের টিনশেড একটি বাড়ি
* ছেলে কানাডা পাঠাতে ২৫ লক্ষ টাকা ব্যয়
* বাগানবাড়ি টাওয়ারে নিজ নামে ১৫০০ স্কয়ার ফিট’র আলিশান ফ্লাট
* স্বপ্ন কুটির নির্মাণাধীন ভবনে আলিশান দুটি ফ্ল্যাট
* রূপসি গার্ডেন বহুতল ভবনে স্ত্রী ও নিজ নামে দুটি আলিশান ফ্লাট
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ শিরোনামে ২৮ অক্টোবর-০২৫ ইং তারিখে জাতীয় দৈনিক পক্ষকাল পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস প্রধান কার্যালয়’র পিয়ন হেলাল প্রতিবেদকের মুঠোফোন ফোন দিয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পিয়ন হেলাল এই প্রতিবেদকের কাছে পুনরায় গৌরবের সাথে স্বীকার করেন হ্যাঁ আমি অস্বীকার করবো না আমি দুর্নীতি করিনি,,!আমি আমার দীর্ঘ চাকরি জীবনে দুর্নীতির মাধ্যমে তিলে তিলে এই সকল সম্পদ গড়ে তুলেছে স্ত্রী সন্তান ও নিজ নামে,আমি যদি অনিয়ম দুর্নীতি না করতাম তাহলে সারা জীবন বাসা ভাড়া নিয়ে থাকতে হতো কিন্তু দেখেন আজকে আমি অনিয়ম দুর্নীতির মাধ্যমে দুইটি বাড়ি বেশ কয়েকটি ফ্ল্যাট এবং ছেলেকে কেনাডা পাঠিয়েছি,এই সবই সম্ভব হয়েছে আমার দুর্নীতির পয়সায়।কেউ আমার কিছুই করতে পারবে না,কারণ টাকা থাকলে দুর্নীতি দমন কমিশন(দুদক) থেকে ক্লিন সার্টিফিকেট নেওয়াও সম্ভব!আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল সাক্ষাৎকালে প্রতিবেদককে আরো বলেন এই দেশে টাকা থাকলে আইন থাকে পকেটে!প্রতিবেদক প্রশ্ন করেন দুর্নীতির মাধ্যমে এত সম্পদ করার পরেও আপনার ভিতরে কোন অনুশোচনা হয় না? প্রতিবেদকের এমন প্রশ্নের উত্তরে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল বলেন অনুশোচনার প্রশ্নই আসে না,আমি গর্ববোধ করি সামান্য বেতনে চাকরি করে আজকে আমি কয়েক কোটি টাকার সম্পদ করেছি! আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস প্রধান কার্যালয়’র পিয়ন হেলাল সাক্ষাৎ শেষে উঠে যাওয়ার প্রাক্কালে এই প্রতিবেদককে বলেন সাংবাদিক ভাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সফলভাবে চাকরির মেয়াদ শেষ করে অবসরে যেতে পারি। আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল সফলভাবে চাকরি শেষ করে অবসর যাওয়া বলতে কি বুঝাতে চেয়েছেন তাবৎ আগমন নয়!প্রশ্ন জাগে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন দেশের বৃহত্তম গ্যাস বিতরণ কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সব সময়ই লুটপাট এর প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতিবাজদের টাকা বানানোর মেশিন ছিল।
সুত্র জানায়ঃ রাজধানী ঢাকায় গ্যাস সরবরাহের জন্য ১৯৬৪ সালে গঠিত হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। লাকড়ির চুলা বা কেরোসিন চালিত স্টোভের পরিবর্তে গ্যাসের চুলায় রান্নার সুযোগ পেয়ে খুব স্বস্তিবোধ করেছিলেন ঢাকাবাসী। পরে এই সুযোগ নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিস্তৃত হলেও তিতাসের গ্রাহকদের সেই স্বস্তি আর থাকেনি। দিনে দিনে অনিয়ম ও দুর্নীতির আখড়া হয়ে ওঠে প্রতিষ্ঠানটি। বছর বছর গ্যাসের মূল্য বাড়ানো হলেও গ্রাহকসেবার মান যাচ্ছেতাই। আমলে নেওয়া হয় না গ্রাহকদের সব অভিযোগও। তিতাসের এনফোর্সমেন্ট টিম গ্যাসলাইনের সমস্যা অনুসন্ধান ও সমাধানের দিকে নজর না দিয়ে বরং প্রকৃত বিল গোপন করা, অবৈধ সংযোগ,মিটার টেম্পারিং ও নানা অনৈতিক কর্মকাণ্ডের পেছনেই বেশি সময় ব্যয় করে বলেও অভিযোগ রয়েছে দুর্নীতিবাদ চক্রের বিরুদ্ধে। তিতাস গ্যাসে চাকরি করে অনেকেই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বলে গেছেন কাড়ি কাড়ি সম্পদের মালিক।
তারই ধারাবাহিকতায় এবার তিতাস গ্যাস অফিস পিয়ন হেলালের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কাড়ি কাড়ি সম্পদের মালিক হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সূত্র ধরে অনুসন্ধানে নামে দৈনিক পক্ষকাল,দীর্ঘ অনুসন্ধানে পাওয়া চুম্বক অংশ বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা,মন্ত্রণালয় সচিব,দুর্নীতি দমন কমিশন ও পাঠকদের মাঝে তুলে ধরা হলো।
তিতাস গ্যাস অফিস’র পিয়ন হেলাল চাকরি জীবনে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড’র মিজমিজি কান্দাপাড়া,বটতলা এলাকায় গড়ে তুলেছেন প্রিয়তমা স্ত্রী,কন্যা,ছেলে,মেয়ের জামাই ও নিজ নামে বেশ কয়েকটি ফ্ল্যাট একটি পাঁচ তলা বাড়ি ও একটি টিনশেড বাড়ি ছেলেকে আনুমানিক ২৫ লক্ষ টাকা ব্যয় করে ক্যানাডা পাঠিয়েছেন বলে জানা যায় ।অনুসন্ধানী গিয়ে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় তিতাস গ্যাস প্রধান কার্যালয়ের সামান্য পিয়ন পদে চাকরি করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এতগুলো সম্পদের মালিক হয়েছেন।স্থানীয় বাসিন্দারা আরো জানান তিতাস গ্যাস অফিসে পিয়ন পদে চাকরি করে হেলাল দুর্নীতির আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন,দুর্নীতির সেই আলাদিনের চেরাগের ছোঁয়ায় হেলাল এখন শতকোটি টাকার মালিক,কিন্তু অপ্রিয় হলেও সত্য আমাদের বটতলা এলাকায় পেট্রো বাংলার ডিজিএম পদে চাকরি করে বর্তমানে অবসরে যাওয়া একজন ব্যক্তি আছেন তিনি চাকরি জীবনে কখনো অনিয়ম-দূর্নীতি করেন নাই বিধায় সরকারি চাকরি থেকে অবসরের পরেও নিজের থাকার জায়গায়ও একটি ভালো বিল্ডিং করতে পারেননি,আর সামান্য পিয়ন পদে চাকরি করা হেলাল বেশ কয়েকটি ফ্ল্যাট ও দুটি বাড়ির মালিক হয়েছেন! এই সকল দুর্নীতিবাজদের কারণে তিতাস গ্যাস সরকারি প্রতিষ্ঠানটি আজকে বেহাল দশা বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা।
তিতাস গ্যাস অফিস পিয়ন হেলাল’র সম্পদের ফিরিস্তি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড বটতলা এন আলাম স্কুল লাগোয়া শিশির ভিলা নামক কয়েক কোটি টাকা মূল্যের পাঁচতলা বাড়ি (উক্ত বাড়িতে ক্লাসরুম নামক কোচিং সেন্টার রয়েছে)।পাঁচতলা ভবনের পাশেই আরেকটি টিনশেড বাড়ি যার আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা।এছাড়াও মিজমিজি কান্দাপাড়া রুবি কটেজ’র পিছনে নির্মাণাধীন বহুতল স্বপ্ন কুটির নামক ভবনে নিজ নামে ও প্রিয়তমা স্ত্রীর দুটি ফ্ল্যাট যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে,রূপসি গার্ডেন নামক দশতলা ভবনে মেয়ের নামে দুটি ফ্ল্যাট যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে,এছাড়াও মিজমিজি কান্দাপাড়া বটতলা রোড এর পাশে বহুতল বাগানবাড়ি টাওয়ারে নিজ নামে ১৫০০ স্কয়ার ফিটের আলিশান ফ্ল্যাট।এছাড়া ওর নামে বেনামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কাড়ি কাড়ি টাকার এফডিআর ও সঞ্চয়পত্র।সচেতন মহলের প্রশ্ন তিতাস গ্যাস পিয়ন হেলাল তার পদবি অনুযায়ী সরকারি স্কেলে যেই টাকা বেতন পেয়ে থাকেন সেই টাকায় এতগুলো ফ্ল্যাট পাঁচ তলা একটি বাড়ি টিনশেড বাড়ি করা দূরের কথা ছেলে মেয়ে লেখাপড়ার পাশাপাশি পরিবারের ভরণ পোষণ সহ সংসার চালানোর পরে ১কাঠা জমিও ক্রয় করা কষ্টসাধ্য ব্যবহার। তিতাস গ্যাস পিয়ন হেলাল চাকরি জীবনের শুরু থেকেই অনিয়ম দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ গড়ে তুলেছেন যা সরকারি চাকরি বিধি-বিধানের সাথে সংঘর্ষিক। কান্দাপাড়া মিজমিজি বটতলা এলাকার সচেতন মহল এই প্রতিবেদককে বলেন দুর্নীতিবাজ হেলালের দুর্নীতি মাধ্যমে অর্জিত সকল সম্পদ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মাধ্যমে তদন্ত করে রাষ্ট্রীয় কোষাগারে জমা নেওয়ার আহ্বান জানান দেশের সরকার বাহাদুরের কাছে। এই সকল সম্পদের বিষয়ে জানতে তিতাস গ্যাস অফিস পিয়ন হেলাল’র কর্মস্থলে বেশ কয়েকবার গিয়ে তাকে পাওয়া যায়নি পরবর্তীতে তার বাসস্থান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড মিজমিজি কান্দাপাড়া বটতলা এন আলম স্কুল লাগওয়া শিশির ভিলা নামক পাঁচতলা ভবনে গিয়ে ও দেখা না পেয়ে তার ব্যবহৃত মুঠোফোনে ফোন খুঁদে বার্তা পাঠিয়ে ফোন দিয়ে তার কয়েক কোটি টাকার সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে বলেন আমি আমার বেতন বোনাসের টাকায় এই সকল সম্পদ করেছি,! প্রতিবেদক তাকে প্রশ্ন করেন কর্মস্থলে আপনার পদবী অনুযায়ী সরকারি স্কেলে যেই টাকা বেতন বাতা ও বাৎসরিক বোনাস পেয়ে থাকেন সেই টাকায় পরিবারের ভরণ পোষণে ব্যয় করার পর নামে বেনামে কয়েক কোটি টাকার সম্পদ গড়ে তোলা কি সম্ভব? প্রতিবেদকের এমন প্রশ্নের কোন উত্তর না দিয়ে পিয়ন হেলাল মুঠোফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। প্রশ্ন জাগে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসিতে পিয়ন পদে চাকরি করে বেতন বোনাস’র টাকায় কয়েক কোটি টাকার সম্পদ গড়ে তোলা কিভাবে সম্ভব?
তিতাস গ্যাস অফিস পিয়ন হেলাল’র চাকরি জীবনে নজিরবিহীন অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিষয়ে জানতে চাইলে দুদক জনসংযোগ কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম বলেন অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে হেলালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুসন্ধান চলমান,,,,,,




বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন