শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ | বিনোদন » শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
প্রথম পাতা » অপরাধ | বিনোদন » শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
২৯৫ বার পঠিত
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?

---

পক্ষকাল সংবাদ :

বাংলাদেশ আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে শিল্পচর্চা আর মতপ্রকাশ যেন ক্রমেই অপরাধে রূপ নিচ্ছে—তবে তা নির্ভর করছে শিল্পীর নাম, পরিচয় এবং সংশ্লিষ্টতার ওপর। একদিকে, গ্রাম বাংলার বাউল, সুফি, লোকশিল্পীরা হেনস্তার শিকার হচ্ছেন; অন্যদিকে টেলিভিশন ও মঞ্চের বহু শিল্পী হয়রানি ও হয়রানিমূলক মামলায় জর্জরিত হচ্ছেন। অথচ একই সাংস্কৃতিক জগতের আরেকাংশে অদ্ভুত এক ‘নিরবতা’ ও ‘রক্ষা-কবচ’ কাজ করছে—এ প্রশ্ন আজ শুধু সাধারণ নাগরিকের নয়, ন্যায়বিচার প্রত্যাশী প্রতিটি সচেতন মানুষের।


সম্প্রতি একাধিক নাট্যব্যক্তিত্ব, গায়ক ও অভিনেতার বিরুদ্ধে মিথ্যা, অতিরঞ্জিত, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অভিযোগ উঠেছে। বাউলদের মাজারে হামলা হয়েছে, পুঁথি-পাঠকে বলা হয়েছে ‘ধর্মবিরোধী’, সংস্কৃতিচর্চাকে ঘোষণা করা হয়েছে ‘বিকৃত বুদ্ধিজীবীদের কর্ম’। অথচ বেগম ফজিলাতুন্নেছার মতো ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের দায়ে যারা গর্ব ভরে মিডিয়ায় প্রচার করেন, তারা যখন স্বৈরতান্ত্রিক সরকারের উপদেষ্টার সহধর্মিণী হন, তখন কি আইন নিজেই চোখ বেঁধে ফেলে?


প্রশ্ন জাগে, আইনের চোখ কি আজও অন্ধ? নাকি তা এখন পরিচয়, পদের ভিত্তিতে বেছে দেখে? বিচার কি আর ন্যায়বিচার থাকে, যখন একাংশকে বেছে বেছে হয়রানির শিকার হতে হয় এবং অপরাংশকে বরাদ্দ থাকে সুবিধা ও প্রশ্রয়?

আমরা কোনও নির্দিষ্ট শিল্পী বা ব্যক্তির প্রতি বিদ্বেষ পোষণ করছি না। বরং প্রশ্ন তুলছি—শিল্প কি আজও স্বাধীন? নাকি সেটা এখন দলীয় পরিচয়ের ছাতার নিচে বসে সুর বাঁধে, দৃশ্য নির্মাণ করে, আর সেই অনুযায়ী বিচার নির্ধারিত হয়?


যদি রাষ্ট্র আজ শিল্পের গলা টিপে ধরতে চায়, তবে সেই রাষ্ট্রকে আর ‘গণতান্ত্রিক’ বলা যায় না। যদি একজন শিল্পী রাজনৈতিক যোগসূত্রের কারণে অপরাধী না হয়ে যান, অথচ অন্য আরেকজন শুধুমাত্র ভিন্নমতের কারণে অপরাধী হয়ে পড়েন—তবে তা নিছক অন্যায় নয়, বরং তা একটি গভীর রাষ্ট্রীয় নীতিগত ব্যর্থতার প্রতিচ্ছবি।


আমরা চাই—

সকল শিল্পীর জন্য সমান আইনি সুরক্ষা,

ভিন্নমতাবলম্বী সংস্কৃতিকর্মীদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলার অবসান,

বিচার বিভাগের স্বাধীনতা ও পক্ষপাতহীনতা।


এখন সময় এসেছে প্রশ্ন করার: রাষ্ট্র কি আইন দিয়ে দেশ চালাবে, না ব্যক্তিকেন্দ্রিক প্রভাব-প্রতিপত্তির ছায়ায় আইন চলবে?



এ পাতার আরও খবর

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
বিচার ছাড়া গণতন্ত্র নয়: জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে দায়মুক্তি চলবে না বিচার ছাড়া গণতন্ত্র নয়: জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে দায়মুক্তি চলবে না
বিপুল পরিমাণে টাকা নিয়ে ভারতে পালানোর সময় আ. লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার বিপুল পরিমাণে টাকা নিয়ে ভারতে পালানোর সময় আ. লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার
হাসপাতালের নথিতে ‘স্বামী’ হিসেবে নাম বসানো: নীলা ইস্রাফিলের অভিযোগে তুষারের বিরুদ্ধে আইনি প্রশ্ন হাসপাতালের নথিতে ‘স্বামী’ হিসেবে নাম বসানো: নীলা ইস্রাফিলের অভিযোগে তুষারের বিরুদ্ধে আইনি প্রশ্ন
দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে? দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে?
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: সিসিটিভি দেখে শনাক্ত, চারজন গ্রেপ্তার গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: সিসিটিভি দেখে শনাক্ত, চারজন গ্রেপ্তার
রক্তে লেখা রাষ্ট্রের মুখোশ রক্তে লেখা রাষ্ট্রের মুখোশ
দয়া করে আমাকে রিমান্ডে দিয়েন না, আদালতকে মেজর সাদিকের স্ত্রী দয়া করে আমাকে রিমান্ডে দিয়েন না, আদালতকে মেজর সাদিকের স্ত্রী
দীপু মনি অন্যায় আবদার রাখাতে বাধ্য করতেন : ভিসি কলিমুল্লাহ দীপু মনি অন্যায় আবদার রাখাতে বাধ্য করতেন : ভিসি কলিমুল্লাহ
নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে প্রাইভেটকার থামিয়ে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)