ইউরোপে জঙ্গি ‘পাচার করছে’ আইএস
পক্ষকাল ডেস্কঃ
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে জাহাজভর্তি অভিবাসীদের সঙ্গে ইউরোপে জঙ্গি পাচার করছে ইসলামিক স্টেট-আইএস।লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।কহারুন বলছেন, উত্তর আফ্রিকার মানবপাচারকারীদের একটি অংশের ব্যবসা এখন আইএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছেমোট আয়ের অর্ধেক দেওয়ার শর্তে আইএস মানবপাচারকারীদের কর্মকাণ্ড চালিয়ে যেতে দিচ্ছে বলে নৌকা মালিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন।জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর সাড়ে পাঁচ মাসেই ৬০ হাজারের বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে।এ ধরনের যাত্রায় দুর্ঘটনায় পড়ে এ বছর অন্তত ১ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়, যা গতবছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি।
হারুন বিবিসিকে বলেন, “কে জঙ্গি আর কে সাধারণ শরণার্থী তা ইউরোপের পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। এ সুযোগ কাজে লগিয়ে আইএস পাচারকারীদের নৌকায় করে নিজেদের লোক পাঠাচ্ছে।”
তিনি জানান, জাহাজভর্তি লোকের মধ্যে কখনো কখনো এই জঙ্গিদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হচ্ছে। এই ভয়ঙ্কর যাত্রায় তারা মোটেও ভীত হয় না।
আর এরা যে আইএস জঙ্গি, সে বিষয়ে ‘১০০%’ নিশ্চিত লিবিয়া সরকারের এই উপদেষ্টা। তার ধারণা, এই জিহাদিরা ভবিষ্যতে ইউরোপে হামলা করারও পরিকল্পনায় আছে।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফ্রনটেক্স এর আগে সরকারগুলোকে সতর্ক করে বলেছিল, বিদেশি জঙ্গিরা হয়তো ইউরোপে ঢোকার জন্য পাচারকারীদের ব্যবহৃত পথগুলো ব্যবহার করছে।
ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে লিবিয়াতেও সক্রিয় হয়েছে আইএস জঙ্গিরা। গত মার্চে তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জঙ্গি হামলা চালায়, যাতে অন্তত ২২ জন নিহত হন।





২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল রায়: বিচার, রাজনীতি ও গণতন্ত্রের সন্ধিক্ষণে
মতামত | নির্বাচনকালীন সরকার নিয়ে অধ্যাপক নজরুলের বক্তব্য: প্রশ্নবিদ্ধ আত্মবিশ্বাস না গণতান্ত্রিক দায়?
সম্পাদকীয়: ছায়া-শাসনের ছায়ায় বাংলাদেশ-নির্বাচনের সময়সূচি, পরিসংখ্যান ও ভবিষ্যতের প্রশ্ন
বাংলাদেশ কোন পথে-অন্তর্বর্তী সরকার, না পরিকল্পিত ক্ষমতা দখল?
“আমি শফিকুল ইসলাম কাজল-এই বাংলাদেশ আমি চাইনি”
অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি
সম্পাদকীয়: বিদেশি অপারেটর-দক্ষতার পিছনে কোন স্বার্থ লুকানো?
বাংলাদেশের রাজনৈতিক গতিপথ: ঘরে ঘরে সংঘাত, সেনা শাসন নাকি নতুন গণতান্ত্রিক বিন্যাস?
“বাংলাদেশের যাত্রা কোন পথে-নির্বাচন, অরাজকতা না কি বৈপ্লবিক প্রতারণা?”