শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ১৭ মে ২০১৫
প্রথম পাতা » সম্পাদক বলছি » ইউরোপে জঙ্গি ‘পাচার করছে’ আইএস
প্রথম পাতা » সম্পাদক বলছি » ইউরোপে জঙ্গি ‘পাচার করছে’ আইএস
৩০৬ বার পঠিত
রবিবার, ১৭ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউরোপে জঙ্গি ‘পাচার করছে’ আইএস

---পক্ষকাল ডেস্কঃ
উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর হয়ে জাহাজভর্তি অভিবাসীদের সঙ্গে ইউরোপে জঙ্গি পাচার করছে ইসলামিক স্টেট-আইএস।লিবিয়া সরকারের উপদেষ্টা আবদুল বাসিত হারুনের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।কহারুন বলছেন, উত্তর আফ্রিকার মানবপাচারকারীদের একটি অংশের ব্যবসা এখন আইএসের মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছেমোট আয়ের অর্ধেক দেওয়ার শর্তে আইএস মানবপাচারকারীদের কর্মকাণ্ড চালিয়ে যেতে দিচ্ছে বলে নৌকা মালিকদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন।জাতিসংঘের হিসাব অনুযায়ী, চলতি বছর সাড়ে পাঁচ মাসেই ৬০ হাজারের বেশি লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেছে।এ ধরনের যাত্রায় দুর্ঘটনায় পড়ে এ বছর অন্তত ১ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়, যা গতবছরের একই সময়ের তুলনায় ২০ গুণ বেশি।

হারুন বিবিসিকে বলেন, “কে জঙ্গি আর কে সাধারণ শরণার্থী তা ইউরোপের পুলিশের পক্ষে জানা সম্ভব নয়। এ সুযোগ কাজে লগিয়ে আইএস পাচারকারীদের নৌকায় করে নিজেদের লোক পাঠাচ্ছে।”

তিনি জানান, জাহাজভর্তি লোকের মধ্যে কখনো কখনো এই জঙ্গিদের আলাদাভাবে বসার ব্যবস্থা করা হচ্ছে। এই ভয়ঙ্কর যাত্রায় তারা মোটেও ভীত হয় না।

আর এরা যে আইএস জঙ্গি, সে বিষয়ে ‘১০০%’ নিশ্চিত লিবিয়া সরকারের এই উপদেষ্টা। তার ধারণা, এই জিহাদিরা ভবিষ্যতে ইউরোপে হামলা করারও পরিকল্পনায় আছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ফ্রনটেক্স এর আগে সরকারগুলোকে সতর্ক করে বলেছিল, বিদেশি জঙ্গিরা হয়তো ইউরোপে ঢোকার জন্য পাচারকারীদের ব্যবহৃত পথগুলো ব্যবহার করছে।

ইরাক ও সিরিয়ার বড় একটি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি সাম্প্রতিক সময়ে লিবিয়াতেও সক্রিয় হয়েছে আইএস জঙ্গিরা। গত মার্চে তারা তিউনিসিয়ার রাজধানী তিউনিসে জঙ্গি হামলা চালায়, যাতে অন্তত ২২ জন নিহত হন।



এ পাতার আরও খবর

‘৩৫০০ গুমের অভিযোগ’—বস্তুত এক চাতুর্যময় রাজনীতি ও প্রকৃত বিচারকে আড়াল করার অপচেষ্টা ‘৩৫০০ গুমের অভিযোগ’—বস্তুত এক চাতুর্যময় রাজনীতি ও প্রকৃত বিচারকে আড়াল করার অপচেষ্টা
মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ: ইরান-ইসরায়েল উত্তেজনা ও বৈশ্বিক প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে ঘনীভূত যুদ্ধের মেঘ: ইরান-ইসরায়েল উত্তেজনা ও বৈশ্বিক প্রতিক্রিয়া
তারেক জিয়া ও ইউনুস ত্রিমাত্রিক রাজনীতির ফাঁদে - এক রম্য বয়ান” তারেক জিয়া ও ইউনুস ত্রিমাত্রিক রাজনীতির ফাঁদে - এক রম্য বয়ান”
শক্তি সব সময় শব্দ নয় অনেক সময় নীরবতাতেই প্রকাশ হয় শক্তি সব সময় শব্দ নয় অনেক সময় নীরবতাতেই প্রকাশ হয়
অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব – রক্তপাতহীন নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অন্তর্বর্তী সরকারের একমাত্র দায়িত্ব – রক্তপাতহীন নির্বাচন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর
অবৈধ  সরকার করিডোর দেয়ার মত নীতিগত সিদ্ধান্ত নেবার কে অবৈধ সরকার করিডোর দেয়ার মত নীতিগত সিদ্ধান্ত নেবার কে
বাংলাদেশের পানির নিচে লুকিয়ে থাকা সম্পদ - ভবিষ্যতের সম্ভাবনা না কি নতুন উপনিবেশের ফাঁদ বাংলাদেশের পানির নিচে লুকিয়ে থাকা সম্পদ - ভবিষ্যতের সম্ভাবনা না কি নতুন উপনিবেশের ফাঁদ
যুদ্ধের ছায়ায় উপমহাদেশ কাশ্মীর হামলার পর আমরা কোন পথে ? যুদ্ধের ছায়ায় উপমহাদেশ কাশ্মীর হামলার পর আমরা কোন পথে ?
গণতন্ত্রের মুখোশে বন্দী একটি জাতি: ২০২৫ সালের বাংলাদেশ গণতন্ত্রের মুখোশে বন্দী একটি জাতি: ২০২৫ সালের বাংলাদেশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)