শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ৯ মে ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » পার্বতীপুরে চালক সংকটের কারণে ডেমুসহ ২২ ট্রেন বন্ধ
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » পার্বতীপুরে চালক সংকটের কারণে ডেমুসহ ২২ ট্রেন বন্ধ
৩৭৩ বার পঠিত
শনিবার, ৯ মে ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুরে চালক সংকটের কারণে ডেমুসহ ২২ ট্রেন বন্ধ

---
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধিঃ 
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের চালক সংকটের কারণে ডেমুসহ ২২টি ট্রেন বন্ধ রয়েছে। রেলের পশ্চিমাঞ্চলীয় লালমনিরহাট-পাকশী ডিভিশনের আওতায় বৃহত্তম চার লাইনের জংশন পার্বতীপুর রুটে চালক সংকট চরম আকার ধারণ করেছে।
এই রুটে ৩৬ জন চালকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৯ চালক। আর স্বল্পসংখ্যক চালক দিয়ে ১৮টি ট্রেন পরিচালনায় হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে সহকারী চালক দিয়ে।
চালকের অভাবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পার্বতীপুর-লালমনিহাট ও পার্বতীপুর-ঠাকুরগাঁও রুটে চলাচলকারী দু’টি ডেমু ট্রেন। এর আগে বিভিন্ন সময়ে বন্ধ হয়েছে ২০টি ট্রেন। এ অবস্থা চলতে থাকলে আগামী ছয় মাসের মধ্যে চালক সংকটের কারণে আরো কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
দেশের বৃহত্তম চার লাইনের জংশন পার্বতীপুর লোকোশেডের অধীনে আন্তঃনগর একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর, রুপসা, তিতুমীর, সীমান্ত, বরেন্দ্র, উত্তরা এক্সপ্রেস, কাঞ্চন এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, দোলনচাঁপা, উত্তরবঙ্গ মেইল, রকেট মেইল, রমনা মেইলসহ আপ-ডাউন মিলে বর্তমানে ১৮টি ট্রেন চলাচল করে। এ ছাড়া রয়েছে মালবাহী, তেলবাহী ও রিলিফ ট্রেন। এসব ট্রেন চালাতে সংশ্লিষ্ট লোকোশেড চালকসহ ইঞ্জিন সরবরাহ করা হয়।
ট্রেন চালক সানোয়ার হোসেন জানান, বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন পরিচালনা করতে হচ্ছে। এভাবে চলতে থাকলে ধীরে ধীরে চালকরা অসুস্থ হয়ে পড়বে। ফলে ট্রেন পরিচালনা অসম্ভব হয়ে পড়বে বলে তিনি জানান।
এ ব্যাপারে পার্বতীপুর লোকোশেডের ইনচার্জ আবদুল মতিন সাংবাদিকদের জানান, তার শেডে ৩৬ জন চালকের জায়গায় কর্মরত আছেন মাত্র ৯ জন। অথচ সবক’টি ট্রেন চালাতে প্রতিদিন ২২ জন চালকের প্রয়োজন। ৮ জন চুক্তিভিত্তিক চালক থাকলেও আগামী ১৬ জুন তাদেরও মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া অবসরে যাবেন তার শেডের আরো দু’জন চালক। ফলে ছুটি পর্যন্ত পাচ্ছেন না চালকরা। ছুটি দিলেই ট্রেন বন্ধ রেখে দিতে হবে। একেকজন চালক প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত ডিউটি করছেন। এরই মধ্যে দু’টি  ডেমু ট্রেন বন্ধ করে দেয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে চালক সংকটে আরো কয়েকটি ট্রেন বন্ধ হয়ে যাবে বলে তিনি জানান।



এ পাতার আরও খবর

কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ
‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা ‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়? কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়?
ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত
যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন
“নতুন সামাজিক চুক্তি”   বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ “নতুন সামাজিক চুক্তি” বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ
লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা
ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জনকে গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জনকে গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)