শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি » সিটি নির্বাচনের কারণে ঢাকায় ৪৫২ কোটি টাকার প্রকল্প স্থগিত
প্রথম পাতা » অর্থনীতি » সিটি নির্বাচনের কারণে ঢাকায় ৪৫২ কোটি টাকার প্রকল্প স্থগিত
৩৩৬ বার পঠিত
মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিটি নির্বাচনের কারণে ঢাকায় ৪৫২ কোটি টাকার প্রকল্প স্থগিত

 

 

---

পক্ষক্সল প্রতিবেদকঃ

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের কারণে রাজধানী ঢাকায় ৪৫২ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন স্থগিত করেছে পরিকল্পনা কমিশন।

ওই দুই প্রকল্প হলো- ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ২০০ কোটি টাকা ব্যয়ে গুলশান, বনানী ও বারিধারায় সড়ক, ফুটপাত ও ড্রেনেজের উন্নয়ন এবং ২৫২ কোটি টাকা ব্যয়ে ওয়াসার অন্তর্বর্তী পানি সরবরাহ প্রকল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য তালিকাভুক্ত থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে কমিশন।

কমিশনের অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচনের কারণে আপাতত রাজধানীর প্রকল্পগুলো অনুমোদন স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এগুলো অনুমোদন দেবে পরিকল্পনা কমিশন।’

এ সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম জানান, নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কোনো প্রকল্প অনুমোদন দেয়া যায় না। এর পাশাপাশি অর্থছাড়ও করা যায় না।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবারের একনেক সভায় ছয়টি প্রকল্প অনুমোদনের জন্য তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছিল। পরে নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. সামসুল আলম স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়ে প্রকল্প অনুমোদন স্থগিতের অনুরোধ করে; যা মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

তারা আরও জানায়, দুটি প্রকল্প স্থগিত হলেও বাকি চারটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এগুলো হলো- ৪১৪ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ, স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্প; ৭২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-বরিশাল রুটের জন্য দুটি জাহাজ ক্রয়; ১২৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে প্রাথমিক অবকাঠামো নির্মাণ এবং প্রায় ৪৪১ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারসেকশন থেকে ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বিএম এনামুল হক বলেছেন, ‘নাগরিক সুবিধার বিষয়টি বিবেচনা করে দুটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এগুলো অনুমোদনের জন্য কয়েক মাস আগে থেকেই প্রক্রিয়াকরণ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন সিটি করপোরেশনটিকে গোছানোর জন্য কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গুলশান, বনানী ও বারিধারায় রাস্তাঘাট, পয়নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। এর আগে মিরপুর ও উত্তরায় নাগরিক সুবিধা আধুনিকায়নের জন্য দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন, যা বর্তমানে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ মর্চ ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, এ ৩ সিটি নির্বাচনে ভোট হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ মার্চ ও যাচাই-বাছাই হয় ১ ও ২ এপ্রিল। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।

- See more at: http://www.bd24live.com/bangla/article/35573/index.html#sthash.mGE8HGZ5.dpu‘আজ ফাঁসি কার্যকর হচ্ছে না’

---
পক্ষকাল প্রতিবেদক: পুনর্বিবেচনার আবেদন খারিজের রায়ের কপি কারাগারে না পৌঁছায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড সোমবার কার্যকর হচ্ছে না। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী।
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেয়া আদেশের কপিতে সোমবার সন্ধ্যা পর্যযন্ত বিচারপতিরা সই করেননি। ফলে আদেশের কপি সোমবার কারাগারে পৌঁছায়নি। মঙ্গলবার বিচারপিতরা আদেশের কপিতে সই করবেন বলে আদালত সূত্রে জানা গেছে।
সোমবার সকালে কামারুজ্জামানের আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাকে দেয়া মৃত্যুদণ্ডের আদেশ বহাল রয়েছে।
সোমবার সকাল নয়টা ১০ মিনিটের দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করে রায় দেন।
বেঞ্চের অন্য তিন সদস্য হলেন-বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

 

 

সিটি নির্বাচনের কারণে ঢাকায় ৪৫২ কোটি টাকার প্রকল্প স্থগিত

২০১৫ এপ্রিল ০৬ ২৩:৩৩:০৮

সিটি নির্বাচনের কারণে ঢাকায় ৪৫২ কোটি টাকার প্রকল্প স্থগিত

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের কারণে রাজধানী ঢাকায় ৪৫২ কোটি টাকার দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদন স্থগিত করেছে পরিকল্পনা কমিশন।

ওই দুই প্রকল্প হলো- ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় ২০০ কোটি টাকা ব্যয়ে গুলশান, বনানী ও বারিধারায় সড়ক, ফুটপাত ও ড্রেনেজের উন্নয়ন এবং ২৫২ কোটি টাকা ব্যয়ে ওয়াসার অন্তর্বর্তী পানি সরবরাহ প্রকল্প।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্প দুটি অনুমোদনের জন্য তালিকাভুক্ত থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করেছে কমিশন।

কমিশনের অবকাঠামো বিভাগের সদস্য আরাস্তু খান বলেন, ‘সিটি করপোরেশনের নির্বাচনের কারণে আপাতত রাজধানীর প্রকল্পগুলো অনুমোদন স্থগিত করা হয়েছে। তবে পরবর্তীতে সুবিধাজনক সময়ে এগুলো অনুমোদন দেবে পরিকল্পনা কমিশন।’

এ সম্পর্কে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. সিরাজুল ইসলাম জানান, নির্বাচনী আইন অনুযায়ী তফসিল ঘোষণার পর নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে কোনো প্রকল্প অনুমোদন দেয়া যায় না। এর পাশাপাশি অর্থছাড়ও করা যায় না।

পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবারের একনেক সভায় ছয়টি প্রকল্প অনুমোদনের জন্য তালিকা চূড়ান্ত করে সংশ্লিষ্টদের চিঠি দেয়া হয়েছিল। পরে নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মো. সামসুল আলম স্থানীয় সরকার বিভাগের কাছে চিঠি দিয়ে প্রকল্প অনুমোদন স্থগিতের অনুরোধ করে; যা মন্ত্রিপরিষদ বিভাগ, পরিকল্পনা কমিশন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

তারা আরও জানায়, দুটি প্রকল্প স্থগিত হলেও বাকি চারটি অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। এগুলো হলো- ৪১৪ কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ, স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্প; ৭২ কোটি টাকা ব্যয়ে ঢাকা-বরিশাল রুটের জন্য দুটি জাহাজ ক্রয়; ১২৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণে প্রাথমিক অবকাঠামো নির্মাণ এবং প্রায় ৪৪১ কোটি টাকা ব্যয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ইন্টারসেকশন থেকে ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী বিএম এনামুল হক বলেছেন, ‘নাগরিক সুবিধার বিষয়টি বিবেচনা করে দুটি প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এগুলো অনুমোদনের জন্য কয়েক মাস আগে থেকেই প্রক্রিয়াকরণ শুরু হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নতুন সিটি করপোরেশনটিকে গোছানোর জন্য কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় গুলশান, বনানী ও বারিধারায় রাস্তাঘাট, পয়নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। এর আগে মিরপুর ও উত্তরায় নাগরিক সুবিধা আধুনিকায়নের জন্য দুটি প্রকল্প অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন, যা বর্তমানে বাস্তবায়ন পর্যায়ে রয়েছে।’

উল্লেখ্য, গত ১৮ মর্চ ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, এ ৩ সিটি নির্বাচনে ভোট হবে আগামী ২৮ এপ্রিল। মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ মার্চ ও যাচাই-বাছাই হয় ১ ও ২ এপ্রিল। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল।

- See more at: http://www.bd24live.com/bangla/article/35573/index.html#sthash.mGE8HGZ5.dpuf



এ পাতার আরও খবর

‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা ‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়? কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়?
ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত
যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন
“নতুন সামাজিক চুক্তি”   বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ “নতুন সামাজিক চুক্তি” বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ
লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা
ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি
সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জনকে গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার, সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাসহ ৮ জনকে গ্রেফতার
নাটকের নাম ‘গণতন্ত্র’, পরিচালনায় আন্তর্জাতিক স্বার্থ: বাংলাদেশ কি কমিশন বাণিজ্যের লেনদেনের শিকার? নাটকের নাম ‘গণতন্ত্র’, পরিচালনায় আন্তর্জাতিক স্বার্থ: বাংলাদেশ কি কমিশন বাণিজ্যের লেনদেনের শিকার?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)