মার্কিন তরুণীর শত মিলিয়ন ডলার জয়
ডেস্ক ঃ
লটারিতে ১২৭ মিলিয়ন ডলার জিতে নিলেন এক মার্কিন তরুণী।
নর্থ ক্যারোলিনার ২৬বছর বয়সী নারী ম্যারি হোলমেস চার সন্তানের জননী। এর মধ্যে একজন আবার সেরিব্রাল পালসিতে আক্রান্ত।
গত ফেব্রুয়ারিতে দশটি লটারি টিকেট কিনেছিলেন তিনি।
যে তিনটি টিকেট মোট ৫৬৪ মিলিয়ন ডলারের পুরষ্কার পেয়েছে তার একটি সৌভাগ্যবশত কিনেছিলেন ম্যারি।
আর তাতেই লটারিতে জিতে তার অংশের ১২৭ মিলিয়ন ডলার পাবেন তিনি।
পুরষ্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ” আমি চিৎকার করছিলাম আর লাফাচ্ছিলাম”।
তিনি বলেন তার জন্য আসল জয় হলো এ টাকা দিয়ে তার সন্তানদের জন্য কিছু করতে পারবে।
এছাড়া তিনি যে চার্চে যান সেখানে কিছু টাকা দেয়ার পরিকল্পনা করেছেন তিনি।
টাকার কিছু অংশ ভ্রমণ এবং বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিটা শেষ করার জন্যও ব্যয় করবেন ম্যারি।
আর রয়েছে বিশেষ আরেকটি পরিকল্পনা, আর সেটি হলো মাকে একটি বাড়ি কিনে দেয়া।
ইতোমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার হাতে লটারির চেক তুলে দেয়া হয়েছে।
” আমার পরিবারের এ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ,” আনন্দে উদ্বেলিত ম্যারি বলছিলেন সংবাদ সম্মেলনে।
আমি আমার সন্তানদের বলেছি, “তোমরা ঠিক বুঝবেনা এর মানে কি”।





২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল রায়: বিচার, রাজনীতি ও গণতন্ত্রের সন্ধিক্ষণে
মতামত | নির্বাচনকালীন সরকার নিয়ে অধ্যাপক নজরুলের বক্তব্য: প্রশ্নবিদ্ধ আত্মবিশ্বাস না গণতান্ত্রিক দায়?
সম্পাদকীয়: ছায়া-শাসনের ছায়ায় বাংলাদেশ-নির্বাচনের সময়সূচি, পরিসংখ্যান ও ভবিষ্যতের প্রশ্ন
বাংলাদেশ কোন পথে-অন্তর্বর্তী সরকার, না পরিকল্পিত ক্ষমতা দখল?
“আমি শফিকুল ইসলাম কাজল-এই বাংলাদেশ আমি চাইনি”
অস্ত্র হ্যান্ডেল আর ইতিহাসের সুবিধাবাদ: পাটওয়ারীর অর্ধসত্য ও জবাবদিহির ফাঁকি
সম্পাদকীয়: বিদেশি অপারেটর-দক্ষতার পিছনে কোন স্বার্থ লুকানো?
বাংলাদেশের রাজনৈতিক গতিপথ: ঘরে ঘরে সংঘাত, সেনা শাসন নাকি নতুন গণতান্ত্রিক বিন্যাস?
“বাংলাদেশের যাত্রা কোন পথে-নির্বাচন, অরাজকতা না কি বৈপ্লবিক প্রতারণা?”