শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২

Daily Pokkhokal
শুক্রবার, ৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » গণপিটুনি: ধর্ষণ আইনহীনতার ভয়াবহ প্রতিচ্ছবি ইউনুসের শাসনকাল
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি | শিক্ষা ও ক্যারিয়ার | সম্পাদক বলছি » গণপিটুনি: ধর্ষণ আইনহীনতার ভয়াবহ প্রতিচ্ছবি ইউনুসের শাসনকাল
১০৭ বার পঠিত
শুক্রবার, ৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণপিটুনি: ধর্ষণ আইনহীনতার ভয়াবহ প্রতিচ্ছবি ইউনুসের শাসনকাল

 লন্ডন থেকেঃ---
বাংলাদেশে গণপিটুনির ঘটনা এখন আর বিচ্ছিন্ন নয়-এটি এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কখনো চুরির অভিযোগে, কখনো ছেলেধরা সন্দেহে, আবার কখনো ধর্ষণ বা ডাকাতির অভিযোগে-জনতা নিজেরাই বিচারক হয়ে উঠছে, এবং তার পরিণতি হচ্ছে নির্মম মৃত্যু। এই প্রবণতা শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়, এটি রাষ্ট্রীয় ন্যায়বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাহীনতার নগ্ন বহিঃপ্রকাশ।
পরিসংখ্যান যা আতঙ্কিত করে
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (HRSS) এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাত্র সাত মাসে ১১৯ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছেন গণপিটুনিতে। অন্যদিকে, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MSF) এর জুন মাসের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র এক মাসেই ৪১টি গণপিটুনির ঘটনায় ১০ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন।
এই পরিসংখ্যান শুধু সংখ্যা নয়-প্রতিটি একটি করে পরিবার ধ্বংসের গল্প, একটি করে সমাজের ব্যর্থতার দলিল।
বিচারহীনতা ও রাষ্ট্রীয় নীরবতা
গণপিটুনির ঘটনায় মামলা হলেও অধিকাংশ ক্ষেত্রেই বিচার হয় না। ২০১৯ সালের বাড্ডায় তাসলিমা বেগম রেনুকে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় কিছুটা বিচার হয়েছে-কিন্তু সেটি ব্যতিক্রম। অধিকাংশ ঘটনায় অপরাধীরা ধরা পড়ে না, আর ধরা পড়লেও শাস্তি হয় না। ফলে জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে।
এটি শুধু বিচারহীনতার ফল নয়, এটি রাষ্ট্রীয় নীরবতারও ফল। সরকার মুখে শক্ত অবস্থানের কথা বললেও বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
গুজব, ভয় ও প্রতিশোধের সংস্কৃতি
গণপিটুনির পেছনে রয়েছে গুজব, সামাজিক উত্তেজনা, রাজনৈতিক প্রতিহিংসা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা। অনেক সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষকে উসকে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তিকর তথ্য। আর তার ফল হয় ভয়াবহ।
এই সহিংসতা শুধু অপরাধ দমন নয়-এটি এক ধরনের সামাজিক প্রতিশোধ, যেখানে মানুষ নিজের অসহায়তা ঢাকতে গিয়ে অন্যের জীবন কেড়ে নিচ্ছে।
করণীয় কী?
এই ভয়াবহ প্রবণতা রোধে এখনই প্রয়োজন:
প্রতিটি গণপিটুনির ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা
আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করা
গুজব প্রতিরোধে সচেতনতামূলক প্রচার
মানবাধিকার শিক্ষা ও আইনি সচেতনতা বাড়ানো
পরিশেষে গণপিটুনি কোনো বিচার নয়-এটি বর্বরতা। এটি আমাদের সমাজের নৈতিক ও আইনগত পতনের প্রতিচ্ছবি। রাষ্ট্র যদি এখনই কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এই সহিংসতা আরও ছড়িয়ে পড়বে, আরও প্রাণ যাবে, আরও পরিবার ধ্বংস হবে।
“একজন মানুষ অপরাধ করলে তা অপরাধ। কিন্তু একদল মানুষ মিলে অপরাধ করলে তা ন্যায় হয়ে যায় না।” - শফিকুল ইসলাম কাজল
আমরা যদি ন্যায়বিচার চাই, তবে আমাদের প্রথম কাজ হওয়া উচিত-আইনের শাসন প্রতিষ্ঠা। নইলে, আমরা সবাই একদিন এই সহিংসতার শিকার হব।
এই লেখাটি পুনঃপ্রকাশের জন্য উন্মুক্ত, তবে লেখকের নাম ও উৎস উল্লেখ আবশ্যক।
লেখক পরিচিতি:
শফিকুল ইসলাম কাজল একজন মানবাধিকারকর্মী, অনুসন্ধানী সাংবাদিক এবং নাগরিক অধিকার নিয়ে সক্রিয় কণ্ঠস্বর। তিনি দীর্ঘদিন ধরে নিখোঁজ, বিচারবহির্ভূত হত্যা ও গণপিটুনির মতো ইস্যুতে কাজ করে আসছেন। বর্তমানে তিনি একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত।



এ পাতার আরও খবর

ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন! ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!
দুর্নীতির বাদশা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল গংদের দুর্নীতি রুখবে কে? দুর্নীতির বাদশা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল গংদের দুর্নীতি রুখবে কে?
সদ্য অবসরে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য (পর্ব-২) সদ্য অবসরে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য (পর্ব-২)
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে? আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা . ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)