
শুক্রবার, ৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » সদ্য অবসরে যাওয়া শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য
সদ্য অবসরে যাওয়া শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য
প্রতিবেদক: এম এ মাইকেল ঢাকা,
ঢাকার বনশ্রী আবাসিক এলাকার বিলাসবহুল ফ্ল্যাট, নারায়ণগঞ্জে পাঁচতলা ভবন, আমিন মোহাম্মদ হাউজিং-এ মূল্যবান প্লট, এবং একাধিক ব্যাংকে কোটি কোটি টাকার এফডিআর-এসবই সদ্য অবসরে যাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার নামে বা ঘনিষ্ঠদের নামে থাকা সম্পদের অংশ। অভিযোগ উঠেছে, এসব সম্পদ গড়ে উঠেছে দীর্ঘ চাকরি জীবনে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে।
কে এই গোলাম মোস্তফা?
পিতা: মৃত শামসুল হক পাটোয়ারী
স্ত্রী: হাসিনা আক্তার শিল্পী সন্তান: দুই পুত্র স্থায়ী ঠিকানা: লক্ষীধর পাড়া, রামগঞ্জ, লক্ষীপুর
সর্বশেষ পদ: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফেনী সদর
অবসর গ্রহণ: ৩০ জুলাই ২০২৫
অনুসন্ধানে যা পাওয়া গেছে:
অনুসন্ধানে জানা যায়, গোলাম মোস্তফা তার স্ত্রী ও সন্তানদের নামে রাজধানী ও আশপাশের এলাকায় গড়ে তুলেছেন বিপুল সম্পদ। এর মধ্যে রয়েছে:
বনশ্রীতে প্রীতম হাউজিং-এ কোটি টাকার ফ্ল্যাট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মিজমিজি কান্দাপাড়ায় পাঁচতলা ভবন
আমিন মোহাম্মদ হাউজিং-এ প্লট
একাধিক ব্যাংকে স্ত্রী ও সন্তানদের নামে এফডিআর ও সঞ্চয়পত্র
এছাড়া আদাবর এলাকায় জমি কিনে পরে তা বড় ভাই আহমদ আলীর কাছে বিক্রি করার তথ্যও পাওয়া গেছে।
মালিকানা নিয়ে নাটকীয় মোড়
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে যখন গোলাম মোস্তফার স্ত্রী হাসিনা আক্তার শিল্পী সাংবাদিকদের কাছে দাবি করেন, গোলাম মোস্তফা তার স্বামী নন-বরং তার ভাসুর সাইফুল ইসলামই তার স্বামী! মুসলিম পারিবারিক আইনের পরিপন্থী এই দাবি সম্পদের মালিকানা নিয়ে জটিলতা আরও বাড়িয়ে তোলে।
যোগাযোগের চেষ্টা ব্যর্থ
গোলাম মোস্তফার সঙ্গে একাধিকবার ফোন ও খুদে বার্তার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে তার সৌদি প্রবাসী ভাগিনা জাকির প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করে অনুরোধ জানান, সংবাদ প্রকাশের আগে সাক্ষাৎ করার।
দুদকের অবস্থান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন,
“অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিবাজ যতই ক্ষমতাবান হোক, ছাড় দেওয়ার সুযোগ নেই।”
বিশিষ্ট সাংবাদিক এমএস রেজা বলেন,
“এ ধরনের দুর্নীতিবাজরা জাতির শত্রু। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে ফিরিয়ে আনা উচিত।”
গোলাম মোস্তফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সম্পদের মালিকানা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। অনুসন্ধান চলছে-এই বিপুল সম্পদের প্রকৃত মালিক কে? স্ত্রী, ভাই, না অন্য কেউ?
পরবর্তী পর্বে: সম্পদের মালিকানা নিয়ে আইনি বিশ্লেষণ ও সম্ভাব্য পদক্ষেপ