
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » আওয়ামী ভূমিদস্যু দের হাতে হিন্দু পরিবারের জমি দখল নেপথ্যে রাছেল /সুরমা গং
আওয়ামী ভূমিদস্যু দের হাতে হিন্দু পরিবারের জমি দখল নেপথ্যে রাছেল /সুরমা গং
ড. মৃনাল , দক্ষিণ অঞ্চল ব্যুরো,
উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন এর সম্ভান্ত্র হিন্দু পরিবার সম্ভু ভট্টাচার্য এর জমি দীর্ঘ ১০ বছর ধরে দক্ষল করে রেখেছে প্রভাবশালী আওয়ামী ভূমিদস্যু পরিবার রাছেল মৃর্ধা গং। ভুক্তভোগী হিন্দু পরিবারের বর্তমান প্রজন্ম ননী গোপাল ও ভোলা নাথ ভট্টাচার্য আইনের আশ্রয় নিয়ে ও ন্যায় বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন। আরো অভিযোগ করে তারা বলেন আওয়ামী ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে জমি ভোগদখল করে রাখে তারা। ৫ আগস্ট পরবর্তী তারা মুখোশ পরিবর্তন করে বর্তমান ক্ষমতা ধর দের সাথে মিশে জায়গা ভোগদখল করে যাচ্ছে। ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার চায় তারা সরকার ও প্রশাসন ও সমাজ এর কাছে ন্যায় বিচার চেয়েছে।