শুক্রবার, ৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | রাজনীতি » ভিআইপি রুম না পেয়ে যুবদল নেতার অনুসারীদের বার ভাঙচুর, নারী লাঞ্ছনার অভিযোগ
ভিআইপি রুম না পেয়ে যুবদল নেতার অনুসারীদের বার ভাঙচুর, নারী লাঞ্ছনার অভিযোগ
![]()
মহাখালী, ঢাকা | ৪ জুলাই ২০২৫ নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মহাখালীতে অবস্থিত জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভিআইপি রুম না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে একদল অনুসারী বারে হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলার সময় নারীদের লাঞ্ছিত করা, কর্মচারীদের মারধর এবং নগদ অর্থ ও বিদেশি মদ লুটের ঘটনাও ঘটেছে।
কী ঘটেছিল সেই রাতে?
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে। বনানী থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক জানান, হামলার ঘটনায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। মামলার বাদী রেস্টুরেন্টের সহকারী জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক।
এজাহারে বলা হয়, ঘটনার আগের দিন মনির হোসেন নিজেকে স্থানীয় রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করেন। রুম খালি না থাকায় তাকে সাধারণ টেবিলে বসানো হয়। খাবার শেষে ছাড় দিয়ে বিল নেওয়া হলেও তিনি ক্ষুব্ধ হয়ে হুমকি দিয়ে রেস্টুরেন্ট ত্যাগ করেন।
পরদিনের হামলা ও ক্ষয়ক্ষতি
পরদিন মঙ্গলবার রাতে মনির হোসেনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল রেস্টুরেন্টে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা:
টিভি, চেয়ার, টেবিল, সিসিটিভি ক্যামেরা ও মনিটর, ল্যাপটপ, গ্লাসসহ বিভিন্ন সামগ্রী ভেঙে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি করে
কাউন্টার থেকে ৭০ হাজার টাকা এবং স্টোর থেকে প্রায় ৫ লাখ টাকার বিদেশি মদ লুট করে
কর্মচারীদের মারধর করে এবং হুমকি দেয় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার
নারী লাঞ্ছনার অভিযোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা কয়েকজন নারীকে লাঞ্ছিত করছে। আতঙ্কিত নারীরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
এসআই এমদাদুল হক বলেন, “নারী লাঞ্ছনার অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।”
যুবদলের অবস্থান
ঘটনার পর যুবদল এক বিবৃতিতে জানায়, মনির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শবিরোধী কর্মকাণ্ডের জন্য সব ধরনের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, “দল থেকে বহিষ্কৃত কারও আচরণের দায় দল নেবে না। সব নেতাকর্মীকে তার সঙ্গে দলীয় সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হচ্ছে।”
পরবর্তী পদক্ষেপ
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে।
সিসিটিভি ফুটেজে ধরা পড়ে হামলার দৃশ্য - ছবি: সংগৃহীত




আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন