
শনিবার, ২৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » টেকনাফ সীমান্তে আবারও গুলির শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় বিজিবি
টেকনাফ সীমান্তে আবারও গুলির শব্দ, অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় বিজিবি
পক্ষকাল ডেস্ক
প্রায় দেড় বছর বিরতির পর ফের মিয়ানমারের ভেতর থেকে টেকনাফ সীমান্তে গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টা থেকে শনিবার (২৩ আগস্ট) ভোর পর্যন্ত হোয়াইক্যং সীমান্তসংলগ্ন নাফ নদীর ওপার থেকে বিরামহীন ও তীব্র গুলির শব্দ ভেসে আসে বলে জানিয়েছেন স্থানীয়রা।
অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় বিজিবি
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল মোস্তফা চৌধুরী লালু বলেন, শুক্রবার রাত থেকে ভোর পর্যন্ত কুমিরখালী, শিলখালী ও সাইদং এলাকায় গুলি চলার শব্দ আমরা স্পষ্ট শুনেছি। মাঝেমধ্যে ভারী অস্ত্রেরও শব্দ পাওয়া গেছে।
স্থানীয় সূত্র বলছে, রাখাইনে সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থেকে এসব গুলির শব্দ শোনা যায়।
এদিকে, মিয়ানমারে নতুন করে সহিংসতা বাড়ায় আবারও রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা চলছে। শুক্রবার ৬২ জন রোহিঙ্গাকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় আটকে দিয়েছে বিজিবি। তবে সীমান্তের ওপারে এখনও হাজার হাজার রোহিঙ্গা অপেক্ষা করছে বলে খবর পাওয়া গেছে।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নেতা মোহাম্মদ হোসেন বলেন, রাখাইনে নির্যাতন বন্ধ হয়নি। তাই মানুষ জীবন বাঁচাতে পালিয়ে আসছে। আমার স্বজনরা জানিয়েছে, সীমান্তের ওপারে বিপুল সংখ্যক রোহিঙ্গা জড়ো হয়েছে।
বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, কিছু মানুষ সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার চেষ্টা করছে। আমরা কাউকে ঢুকতে দিচ্ছি না। সীমান্তে টহল আরও বাড়ানো হয়েছে। শুক্রবার রাতে মিয়ানমারের ভেতরে গুলি চলার খবর পেয়েছি, তবে সেটি আমাদের এখতিয়ারের বাইরে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, স্থানীয় সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
২০২৩ সালের অক্টোবরে মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হলে প্রায় এক বছর পর ২০২৪ সালের ডিসেম্বরে আরাকান আর্মি পুরো রাখাইন অঞ্চলের ২৭১ কিলোমিটার সীমান্ত নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে। এর পর থেকেই সীমান্তে অস্থিরতা বাড়তে থাকে।