বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর » রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
সিলেটে আধুনিক মেডিকেল ক্লিনিক স্থাপনসহ মানবকল্যাণমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে

লন্ডন প্রতিনিধি:
যুক্তরাজ্যভিত্তিক মানবকল্যাণমূলক সংগঠন রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে-এর উদ্যোগে পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারম্যান আলী আহমেদ নেছাওর এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় সংগঠনের চলমান ও আগামি কার্যক্রম তুলে ধরা হয়।
সভায় চেয়ারম্যান আলী আহমেদ নেছাওর জানান, সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের পশ্চিম গোপাল নগর গ্রামে একটি আধুনিক মেডিকেল ক্লিনিক ও মানবসেবামূলক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “প্রবাসে থেকেও আমরা দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই—এটাই রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. হাসান আহমদ, সাধারণ সম্পাদক মো. মনির আহমদ, কোষাধ্যক্ষ মো. শাহিন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাদির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জাবেদ আলী, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, প্রচার সম্পাদক মো. শামীম আহমদ, এবং আইটি ও মিডিয়া সমন্বয়ক হাসনাত অরিয়ন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ্যাম্পটনের সাবেক মেয়র কাউন্সিলর মো. মজাহিদুর রহমান, যিনি ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, “রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউক সমাজে অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করছে।”
সংবাদ সম্মেলনের মিডিয়া পার্টনার ছিলেন বালাগঞ্জ প্রতিদিন ও সুরমা মিডিয়া। এসময় বালাগঞ্জ প্রতিদিন–এর প্রধান সম্পাদক মুহাম্মদ শরিফুজ্জামান বক্তব্য রাখেন এবং সংগঠনের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী ও সংগঠনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
লন্ডনে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা




ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় দুদক অভিযানের পর ভোগান্তিতে সাধারণ মানুষ
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী
যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :
মানুষ ইলিশের স্বাদ ভুলছে বসেছে
‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ!