
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » ওটরা ইউনিয়ন এর জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আসাদুজ্জামান সুজনের
ওটরা ইউনিয়ন এর জনগণের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার আসাদুজ্জামান সুজনের
ওটরা, বরিশাল | দৈনিক পক্ষকাল*
উজিরপুর উপজেলার অবহেলিত জনপদ ওটরা ইউনিয়নের জনগণের পাশে থেকে মৌলিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুজন।
৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা ও অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছেন তিনি। সুজন জানিয়েছেন, বিগত সরকারের আমলে এই জনপদ চরম অবহেলা ও উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও আইন-শৃঙ্খলা খাতে কোনো কার্যকর উদ্যোগ ছিল না।
*দৈনিক পক্ষকাল*-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আসাদুজ্জামান সুজন বলেন,
*”আমি ওটরা ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে, আপদে-বিপদে সবসময় পাশে আছি। একটি সন্ত্রাস ও মাদকমুক্ত, উন্নত, আধুনিক ওটরা গড়ে তোলাই আমার লক্ষ্য।”*
তিনি জানান, তরুণ সমাজকে সংগঠিত করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, ন্যায্য অধিকার আদায়ে গণসংযোগ এবং স্থানীয় সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করছেন। ওটরার জনগণ যাতে আর কোনো দমন-পীড়ন বা অবহেলার শিকার না হয়, সে লক্ষ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক উদ্যোগও চালিয়ে যাচ্ছেন তিনি।
ওটরা ইউনিয়নের বাসিন্দারাও তার এই ভূমিকার প্রশংসা করছেন এবং নতুন প্রজন্মের এই নেতার প্রতি আশাবাদী হয়ে উঠছেন।
সুজনের এই অঙ্গীকার নতুন করে আলোচনায় এনেছে রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা ও জনগণের সঙ্গে সরাসরি সংযোগের গুরুত্ব।