শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ২৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অর্থনীতি » জুলাই-আগস্ট মাসে সকল বাণিজ্য কার্যক্রম স্থগিত
প্রথম পাতা » অর্থনীতি » জুলাই-আগস্ট মাসে সকল বাণিজ্য কার্যক্রম স্থগিত
৫৪ বার পঠিত
রবিবার, ২৭ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জুলাই-আগস্ট মাসে সকল বাণিজ্য কার্যক্রম স্থগিত

---

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সুপারিশে মঙ্গলবার সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগামী জুলাই ও আগস্ট মাসে সকল বাণিজ্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখতে হবে। এই ব্যবধান সরকারকে ব্যবসায়িক নীতিমালা পুনর্মূল্যায়ন ও সমন্বিত পরিকল্পনা করার সুযোগ দেবে বলে আজ সন্ধ্যায় মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বাণিজ্য ক্ষেত্রে সেক্টরভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী সংস্কার জরুরি। দুই মাসের বিরতি আমাদের এই সমন্বয় এবং মূল্যায়ন প্রক্রিয়া সফল করতে সহায়তা করবে।’
বাণিজ্য সচিব মোহাম্মদ আমিনুল হক জানান, সেপ্টেম্বরের প্রথম তারিখ থেকে পুনরায় কার্যক্রম শুরু করার আগেই নতুন মুনাফা-কর ব্যবস্থাপনা, আমদানি-রপ্তানি নীতিমালা ও লজিস্টিক সুবিধাসমূহ চূড়ান্ত করা হবে। তিনি বলেন, ‘এ সময়ের মধ্যে আমদানিকারকদের স্টক ম্যানেজমেন্ট এবং রপ্তানিকারকদের বাজারচাহিদা বিশ্লেষণ করতেই হবে।’
বন্দর ও লজিস্টিক খাত আজ থেকে আপাতত বন্ধ থাকবে, তবে রেশন, ওষুধ ও জরুরি খাদ্যদ্রব্যের আমদানি-রফতানির জন্য বিশেষ ছাড় থাকবে। জরুরি পরিষেবার জন্য ‘এমার্জেন্সি পারমিট’ ব্যবস্থায় শুল্ক ও প্রতিবন্ধকতা নয়।
বৃহত্তর বাণিজ্যিক সংগঠনগুলো (FBCCI, BGMEA) ইতিমধ্যে মন্ত্রীপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছে। তারা অস্থায়ী এই বন্ধে জিডিপিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন এবং বিকল্প সমন্বয় প্রস্তাব করেছেন।
অর্থনীতিবিদ অধ্যাপক ড. সুমন রায় মনে করেন, ‘ব্রেকের মাধ্যমে প্রকৃত দুর্নীতি-দামবৃদ্ধি উৎসগুলো চিহ্নিত করা যাবে। তবে দুই মাস পণ্য সরবরাহ বন্ধ থাকলে সংক্ষিপ্তমেয়াদে গুজব বা কালোবাজারির প্রবণতা বাড়তে পারে।’
সরকারি পক্ষ জানিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন ও সরকারি প্রতিষ্ঠানগুলো এই সময়কালে নীতি-নির্ধারকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে।
আগস্টের শেষ থেকে পর্যায়ক্রমে ই-কমার্স ও ট্রানজিট ট্রেড ছাড়া সব সেক্টরে ছকবদ্ধভাবে পোর্ট খুলে দেওয়া হবে এবং ১ সেপ্টেম্বর তফসিল অনুযায়ী সব ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিক কাজকর্মে প্রত্যাবর্তন করবে।



এ পাতার আরও খবর

ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে? বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী
যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু : যুদ্ধবিমান নয়, জনগণের ভাত কাপড় বাসস্থান চাই–মোশরেফা মিশু :
মানুষ ইলিশের স্বাদ ভুলছে বসেছে মানুষ ইলিশের স্বাদ ভুলছে বসেছে
‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ! ‘আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিলো’-এইচএসবিসি ব্যাংক কর্মীদের আর্তনাদ!
মূলধন সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ মূলধন সক্ষমতায় দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ
সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়! সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়!
৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে? দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে?

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)