
সোমবার, ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » বাংলাদেশের প্রকৃত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম
বাংলাদেশের প্রকৃত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম
৩০ শে মে ১৯৮১ সালে এক মেটিকুলাস ডিজাইন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে আওয়ামী লীগ ও আধিপত্য বাদি শক্তির আর্শীবাদ পুষ্ট কতিপয় সেনা বাহিনীর সদস্য জঘন্য মব সৃষ্টি করে নির্মম ভাবে হত্যা করে।
১৯৭১ সালে ২৫ শে মার্চ শেখ মজিবুর রহমান কে গ্রেফতার করার পর ঢাকায় যে গণহত্যা সংগঠিত করে পাকিস্তান সেনাবাহিনী তা ইতিহাসের এক নির্মম ঘটনা। জাতি নেতৃত্ব শুন্য হয়ে পরে, যখন স্বাধীনতার দাবি করে কেউই যুদ্ধের নেতৃত্ব দিতে এগিয়ে আসে নি ঠিক সেই ঐতিহাসিক মুহূর্তে জীবন, যৌবন, মৃত্যু কে পরওয়া না করে নিজ কমান্ডোর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সাহসী, আত্মবিশ্বাস ও দৃর মনোবল নিয়ে তিনি এগিয়ে গিয়ে ঘোষণা দেন আমি মেজর জিয়া, এই মুহূর্ত থেকে আমরা স্বাধীন, জাতি নতুন আশা নিয়ে জেগে উঠলো নেতৃত্ব দিলো সম্মুখ সমরে যুদ্ধে। জাতি পেলো মানচিত্র, পতকা কিন্তু গনতন্ত্র, ভোটাধিকার ফিরে পায় নি জনগণ। ১৯৭০ সালে নির্বাচনে জনরায় কে পাকিস্তান সম্মান না দেওয়ার জন্য ভূখন্ড ভেঙে স্বাধীনতা অর্জন করা হলো এক সাগর রক্তের বিনিময়ে কিন্তু সদ্য স্বাধীন দেশের স্থপতি তিনি জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে বাকশাল করলো। ৭৫ এর সেনা বিপ্লবে স্বৈরশাসক শেখ মজিবুর রহমান অপরিকল্পিত ভাবে স্ব পরিবারে নিহত হলে দেশ আবার নেতৃত্ব সংকট তৈরি হয় ৭৫ সালের ৭ নভেম্বর পরিকল্পিত সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার ও রাষ্ট্রের নেতৃত্ব দেন জিয়াউর রহমান ।তিনি জনগণ কে নতুন সবুজ বিপ্লব এর আহ্বান জানান, খাল কাটেন, শিক্ষা ও কর্মসংস্থান তৈরিতে দেশ যখন এগিয়ে চলছে তখন বিশ্বের অপশক্তি ও অভ্যন্তরীণ মীর জাফর দের মেটিকুলাস ডিজাইন করে নির্মম ভাবে হত্যা করে। গনতন্ত্রের বড়পুত্র রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। এই হত্যার বিচার চাই। আজ কতিপয় ইতিহাস না জানা ছোট শিশু রা যে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা আমাদের সবার জন্য লজ্জা। স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর প্রতি অবমাননা মহান মুক্তিযুদ্ধের প্রতি অবমাননা।
- আহম্মেদ শাকিল, রাজনৈতিক বিশ্লেষক।