“দিনে ১১ খুন - রাষ্ট্র কী এখন খুনিদের হাতে জিম্মি?”
রিপোর্টিং ডেস্ক | ঢাকা | ১৩ জুলাই ২০২৫
ছয় মাসে প্রায় দুই হাজার খুন। প্রতিদিন গড়ে ১১টি প্রাণ হারাচ্ছে বাংলাদেশে। অথচ রাষ্ট্র চালাচ্ছে এমন একটি সরকার, যারা নিজেদের “অপ্রতিদ্বন্দ্বী উন্নয়নের রূপকার” দাবি করছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে - উন্নয়ন সংস্কার কাদের জন্য? জীবনের নিরাপত্তা ছাড়া কি উন্নয়নের সংস্কারের কোনো অর্থ আছে?
রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম - কোথাও মানুষ নিরাপদ নয়। খুন, ধর্ষণ, গুম, ছিনতাই - সবই যেন এখন স্বাভাবিক ঘটনা।
খুন হচ্ছে ছাত্র, শ্রমিক, গৃহবধূ, সাংবাদিক - কেউই রেহাই পাচ্ছে না।
অধিকাংশ ঘটনায় বিচার হয় না, চার্জশিট দাখিলও অনিশ্চিত। সরকার ও প্রশাসন যেন নির্বিকার দর্শক।
বিশেষজ্ঞদের মতে:”রাষ্ট্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যখন এভাবে ভেঙে পড়ে, তখন তা শুধু সরকারের ব্যর্থতা নয় - বরং সেটা এক ধরনের রাষ্ট্রীয় ব্যর্থতা। আর এমন ব্যর্থতা সরকারের ক্ষমতায় থাকার অধিকার কেড়ে নেয়।”
তথ্য বলছে - গণতন্ত্রহীন শাসনেই অপরাধ বাড়ে, বিচার হারায়, আর খুন হয়ে ওঠে রাজনৈতিক অস্ত্র। আজকের বাংলাদেশ সেই দুঃসময়ের প্রতিচ্ছবি।
প্রতিদিন যারা খুন হচ্ছে, তারা আমাদেরই ভাই, বোন, বাবা-মা, সন্তান। আজকে যারা মরছে, কালকে তাদের জায়গায় হতে পারো তুমিও।
এখন যদি তুমি না জাগো, কাল তোমার লাশের ওপরেও কেউ প্রশ্ন করবে না।
এখন যদি আপনারা না বলেন, এই সরকারের জুলুম চলতেই থাকবে।
এখনই যদি আমরা না দাঁড়াই, তাহলে আমাদের ভবিষ্যৎ শুধুই অন্ধকার।
তাই প্রশ্ন রইল সবার কাছে:
আপনি কি খুন, গুম আর অন্যায়কে মেনে নিয়ে চুপ থাকবে?
না কি মুখ খুলবেন - অন্যায়ের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে, এই ভেঙে পড়া শাসনব্যবস্থার বিরুদ্ধে?
আপনাদের মতামত দিন । মন্তব্যে আওয়াজ তুলুন ।
#১১_খুন_প্রতিদিন
#রাষ্ট্র_জিম্মি
#গণতন্ত্র_হরণ_বিচারহীনতা
#অযোগ্য_সরকারের_বিদায়_চাই
#প্রতিবাদ_হোক_সোশ্যাল_মিডিয়ায়
#জেগে_ওঠো_বাংলাদেশ
এই প্রতিবেদনটা পড়ে যদি নীরব থাকেন - তবে পরবর্তী খবরে হয়তো আপনি আপনারা , এই তালিকায়…