
শনিবার, ১২ জুলাই ২০২৫
প্রথম পাতা » » ৫ আগস্ট আসতে পারে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’
৫ আগস্ট আসতে পারে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’
পক্ষকাল ডেস্ক
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা হলে আগামী ৫ আগস্ট জাতির সামনে আসতে পারে বহুল প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। সরকারের পক্ষ থেকে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
ছবি - সংগৃহীত
শুক্রবার কুমিল্লায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই পরিকল্পনার কথা জানান। উপদেষ্টা বলেন, ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া প্রস্তাবনাগুলো সরকারের বিবেচনায় রয়েছে এবং সব পক্ষ একমত হলে নির্ধারিত দিনেই এটি পাঠ করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
একই দিনে কুমিল্লায় ভিন্ন এক আয়োজনে উপদেষ্টা আসিফ মাহমুদ আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। গত ১১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকার স্বীকৃতিস্বরূপ দিনটিকে ‘গণ-অভ্যুত্থানে প্রথম প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করেন তিনি। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস-১১ জুলাই’ শীর্ষক এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণাটি দেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের মাধ্যমে ছাত্র আন্দোলনের একটি বিশেষ দিনকে প্রাতিষ্ঠানিকভাবে স্মরণীয় করে রাখা হলো।
এর আগে উপদেষ্টা কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি মো. ইসমাইল ও কাজী নাজমুস সাদাত। মূলত এই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েই তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ সংক্রান্ত তথ্যগুলো জানান।