মিরপুরে এ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় গ্রেফতার ১
মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
বহুল আলোচিত লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনার একাধিক মামলার আসামী
সিরাজুল ওরফে সিরাজ (৪২) কে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে এগারোটায় ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকায়
অভিযান চালিয়ে আসামী সিরাজকে আটক করে পুলিশ। আটককৃত আসামী
ছাতিয়ান উত্তর পাড়ার খাকচার মন্ডলের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন
ধরেই ছাতিয়ান এলাকায় বেশ কিছু ডাকাতী ও ছিনতাই এর ঘটনা ঘটছিল। যারই
পরিপ্রেক্ষিতে ছাতিয়ান এলাকায় মিরপুর থানা পুলিশের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি
করা হয়েছে এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায়
আসামীদের শনাক্ত নিশ্চিত করা হয়। সনাক্ত নিশ্চিত করে মিরপুর থানা পুলিশ দীর্ঘ এক
মাস যাবত আসামীদের ধরার জন্য চেষ্টা করে আসছে। কিন্তু পুলিশের নজরদারীতে
থাকা আসামীগণ অত্যন্ত চতুরতার সহিত চলাচল করায় এবং বিভিন্ন ভাবে
আত্মগোপনে থাকায় গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ গত ৩ জুলাই
মিরপুর থানা পুলিশের সদস্যরা সনাক্তকৃত অপরাধীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ফাঁদে
ফেলে। পরবর্তী দিন ৪ জুলাই আবারও বন্ধুবেশে সনাক্তকৃত অপরাধীর সাথে গল্পরত
অবস্থায় থাকে। এসময় থানা পুলিশের একটি চৌকস অভিযানিক দল মুহূর্তের
মধ্যে ছাতিয়ান কালিতলা বাজারে একটি দোকানে আসামীকে ঘিরে ফেলে
গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামীর বিরুদ্ধে বিভিন্ন সময় ডাকাতীর ঘটনার
অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। উক্ত আসামী ছাতিয়ান এলাকায় দীর্ঘদিন
যাবত রাতে জুয়ার বোর্ড পরিচালনাসহ ডাকাতী করে আসছিল। রাতে জুয়া খেলা
শেষ করে আসামীরা ডাকাতীর কাজে অংশ গ্রহণ করত। এছাড়াও তাদের টিমের আরো
কিছু সদস্যদের তথ্য উপাত্ত পুলিশ বিশ্লেষণ করছে। আটককৃত আসামী সিরাজের
বিরুদ্ধে ডাকাতি, লুটপাড়া ও মারামারির একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ মুমিনুল ইসলাম
বলেন, আলোচিত লাশবাহী এ্যাম্বুলেন্সে ডাকাতীর ঘটনায় সিরাজুল নামে এক
আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের
কাছে রিমান্ডের আবেদন করা হবে। এছাড়াও অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি
আসামীরাও পুলিশের নজরদারিতে রয়েছে।