
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইত গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার
রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইত গুলিবিদ্ধ অবস্থায় মৃত উদ্ধার
আন্তর্জাতিক ডেস্কঃ
রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভোইতকে মস্কোর উপকণ্ঠে ওদিনৎসোভো এলাকায় তার গাড়ির ভেতর গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া গেছে। এই ঘটনা ঘটার মাত্র কয়েক ঘণ্টা পরেই যখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে পদচ্যুত করেন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ৫৩ বছর বয়সী স্তারোভোইতের মৃত্যুকে আপাতত আত্মহত্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার দেহের পাশে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে, যা পূর্বে তাকে একটি সরকারি উপহার হিসেবে দেওয়া হয়েছিল।
স্তারোভোইত ২০২৪ সালের মে মাসে পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। তার বরখাস্তের পেছনে সম্ভাব্য কারণ হিসেবে একটি দুর্নীতির তদন্তকে উল্লেখ করা হচ্ছে, যেখানে কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণের জন্য বরাদ্দকৃত অর্থের অপব্যবহারের অভিযোগ রয়েছে।
এই দুর্নীতির অভিযোগের জেরে তার উত্তরসূরি গভর্নর আলেক্সেই স্মিরনভ ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। রুশ গণমাধ্যমের দাবি, স্মিরনভ তদন্তকারীদের জানিয়েছেন যে স্তারোভোইতও এই দুর্নীতিতে জড়িত ছিলেন।
বর্তমানে অ্যান্ড্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।