মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না
আন্তর্জাতিক ডেস্ক
![]()
তাইওয়ানকে চীন থেকে কোনো শক্তিই আলাদা করতে পারবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে চীন জানিয়েছে, তারা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, তবে কোনো অবস্থাতেই বিচ্ছেদের সুযোগ দেবে না।
চীন ও তাইওয়ানের পতাকা
সোমবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
মাও নিং বলেন, ‘তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটি চীনের অভ্যন্তরীণ বিষয়। তাইওয়ান সমস্যার সমাধান কীভাবে হবে, তা চীনা জনগণের নিজস্ব ব্যাপার।’
তিনি জোর দিয়ে আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পুনরেকত্রীকরণের সম্ভাবনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমরা কোনো ব্যক্তি বা শক্তিকে কোনোভাবেই তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন হতে দেবো না।’
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তাকে কথা দিয়েছিলেন যে, তিনি (ট্রাম্প) দায়িত্বে থাকাকালে চীন তাইওয়ানে হামলা চালাবে না। ট্রাম্প আরও বলেন, তিনি শি জিনপিংয়ের এই কথায় সন্তোষ প্রকাশ করেছিলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম প্রধান সমর্থক, যদিও ওয়াশিংটন দ্বীপটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে না।
চীন তাইওয়ানকে নিজেদের ‘বিচ্ছিন্ন প্রদেশ’ হিসেবে দাবি করে থাকে। অন্যদিকে, তাইপে ১৯৪৯ সাল থেকে নিজেদের স্বাধীনতার দাবিতে অটল রয়েছে।




বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত