চলতি সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে নির্বাচনী রোডম্যাপ
পক্ষকাল ডেস্ক
জাতীয় নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের চূড়ান্ত কর্মপরিকল্পনা বা রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
বাংলাদেশ নির্বাচন কমিশনের লোগো
নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটারদের সুবিধার জন্য ভোটকেন্দ্রের বিন্যাসে কিছু পরিবর্তন আনা হচ্ছে। ইসি সচিব জানিয়েছেন, এবার নতুন করে ভোটকেন্দ্রের সংখ্যা বাড়ানো না হলেও প্রতিটি কেন্দ্রে ভোটারের ধারণক্ষমতা সমন্বয় করা হবে। এখন থেকে প্রতিটি কেন্দ্রে তিন হাজার ভোটার ভোট দিতে পারবেন এবং প্রতিটি বুথে ৫০০ জনের পরিবর্তে ৬০০ জন করে ভোটার থাকবেন।
একই সঙ্গে আসন সীমানা নির্ধারণের কার্যক্রমও এগিয়ে চলেছে। এ সংক্রান্ত ৮২টি আসনের বিপরীতে আবেদনের শুনানি আগামী ২৪ আগস্ট থেকে শুরু হয়ে চার দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আখতার আহমেদ।
এছাড়াও, নিবন্ধনের জন্য আবেদন করা ২২টি রাজনৈতিক দলের বিষয়ে তদন্তের জন্য মাঠপর্যায়ে চিঠি পাঠানো হয়েছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে উদ্বেগের কোনো কারণ নেই।’