
মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘিরে আফ্রিকার জবাব: “তোমার আমেরিকা তোমার থাক, আমরা আমাদের আফ্রিকা রাখব”
ট্রাম্পের নিষেধাজ্ঞা ঘিরে আফ্রিকার জবাব: “তোমার আমেরিকা তোমার থাক, আমরা আমাদের আফ্রিকা রাখব”
আন্তর্জাতিক সংবাদ ডেস্ক ৭ জুলাই ২০২৫
আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আফ্রিকার একাধিক দেশের ওপর নতুন ভ্রমণ ও অভিবাসন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে আফ্রিকার বিভিন্ন দেশ ও বিশ্লেষক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে চাদ, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদান, কঙ্গো প্রজাতন্ত্রসহ আরও কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের দাবি, এই দেশগুলোর নাগরিকরা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার করে থাকে।
আফ্রিকার কড়া প্রতিক্রিয়া
আফ্রিকার বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক তাফি মহাকা আল-জাজিরায় প্রকাশিত এক নিবন্ধে বলেন:
“আমরা আফ্রিকানরা আর পশ্চিমা সাহায্য বা স্বীকৃতির জন্য অপেক্ষা করব না। তোমার আমেরিকা তোমার থাক, ট্রাম্প-আমরা আমাদের আফ্রিকা রাখব।”
তিনি আরও বলেন, এই নিষেধাজ্ঞা আফ্রিকাকে আত্মনির্ভরশীল হতে বাধ্য করছে এবং এটি একটি সুযোগ, অপমান নয়।
“আমেরিকার ইউটোপিয়া আসলে বিভ্রম”
মহাকার ভাষায়, আমেরিকার তথাকথিত উন্নত সমাজ আসলে দারিদ্র্য, বর্ণবাদ, সহিংসতা ও স্বাস্থ্যসেবার সংকটে জর্জরিত। তিনি বলেন:
“আমরা আর হলিউডের স্বপ্নে বিভোর নই।”
“আমাদের দরকার শান্তি, সুশাসন, প্রযুক্তি ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ।”
“আমরা চীনের মতো বিকল্প উন্নয়ন মডেলের দিকে তাকাচ্ছি।”
চীনের দিকে ঝুঁকছে আফ্রিকা?
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নির্ভরতা থেকে সরে এসে আফ্রিকা এখন চীনের সঙ্গে বাণিজ্য ও প্রযুক্তিগত অংশীদারিত্বে আগ্রহী। চীন ইতিমধ্যেই আফ্রিকার অবকাঠামো, স্বাস্থ্য ও এআই খাতে ব্যাপক বিনিয়োগ করছে।
ট্রাম্পের নিষেধাজ্ঞা আফ্রিকার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছে-যেখানে অপমানের জবাব আত্মমর্যাদা ও বিকল্প পথের সন্ধানে। আফ্রিকা এখন আর শুধু প্রতিক্রিয়াশীল নয়, বরং নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তুলতে প্রস্তুত।