
সোমবার, ৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ট্রাম্প: মাস্কের নতুন দল হাস্যকর, ‘শুধু বিভ্রান্তি বাড়াবে’
ট্রাম্প: মাস্কের নতুন দল হাস্যকর, ‘শুধু বিভ্রান্তি বাড়াবে’
আন্তর্জাতিক ডেস্ক
টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ ও ‘বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মাস্ক তার নতুন প্রকল্প নিয়ে মজা করতে পারেন, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য দুই দলের ব্যবস্থাই সবচেয়ে কার্যকর। আরব নিউজের বরাতে এ খবর জানা গেছে।
donald trump and elon musk 1ইলন মাস্ক ও ডোনাল্ড ট্রাম্প
রোববার নিউ জার্সির মরিসটাউনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘তৃতীয় একটি দল গঠনের ধারণাটি হাস্যকর। রিপাবলিকান পার্টির সঙ্গে আমরা ব্যাপক সাফল্য পেয়েছি। ডেমোক্র্যাটরা পথ হারিয়েছে, কিন্তু এখানে সব সময় দুই দলের ব্যবস্থাই চলে আসছে। তৃতীয় কোনো দল কেবল বিভ্রান্তিই বাড়াবে।’
তিনি আরও যোগ করেন, ‘যুক্তরাষ্ট্রে তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি। মাস্ক যদি মজা করতে চান, তিনি তা করতে পারেন। তবে এটি দেশের জন্য মঙ্গলজনক হবে না।’
এর ঠিক একদিন আগেই ইলন মাস্ক ‘আমেরিকা পার্টি’ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। ট্রাম্পের করছাড় ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রতিবাদেই মাস্ক এ সিদ্ধান্ত নেন। মাস্কের মতে, এই বিল যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে। তিনি জানান, তার দল আগামী মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের যেসব রিপাবলিকান সদস্য ওই বিলকে সমর্থন করেছেন, তাদের পদ থেকে সরাতে কাজ করবে।
মাস্কের এই ঘোষণার পরপরই বিনিয়োগ প্রতিষ্ঠান ‘আজোরিয়া পার্টনার্স’ জানিয়েছে, তারা টেসলার সঙ্গে সংশ্লিষ্ট একটি তহবিল চালুর পরিকল্পনা স্থগিত করছে। তাদের মতে, মাস্কের এই রাজনৈতিক উদ্যোগ প্রধান নির্বাহী হিসেবে তার দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। আজোরিয়ার প্রধান নির্বাহী জেমস ফিশব্যাক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি পরিচালনা পর্ষদকে দ্রুত বৈঠকে বসার অনুরোধ জানাচ্ছি, যাতে ইলন তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে পারেন এবং এটি টেসলার প্রতি তার দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখা যায়।’
একসময় মাস্ক ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা এবং সরকারের আকার ছোট করার বিভিন্ন পরিকল্পনায় যুক্ত ছিলেন। এমনকি ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারণাতেও তিনি বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন। তবে সাম্প্রতিক বাজেট বিল নিয়ে মতবিরোধের জেরে তাদের সম্পর্কে অবনতি ঘটেছে।
ট্রাম্প অভিযোগ করেন, মাস্ক আসলে হতাশ, কারণ বিলটি টেসলার বৈদ্যুতিক গাড়ির জন্য দেওয়া সবুজ জ্বালানি করছাড় বাতিল করেছে। ট্রাম্প এ হুমকিও দিয়েছেন যে, টেসলা ও স্পেসএক্সের মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে যে চুক্তি ও ভর্তুকি পায়, তা প্রত্যাহার করা হতে পারে।
এদিকে, ডেমোক্র্যাটিক পার্টি ট্রাম্প ও মাস্কের এই বিরোধকে স্বাগত জানিয়েছে। ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্র অভি রহমান বলেন, ‘ট্রাম্পের মাগা পার্টি এখন তার নিজের বাজেট বিলের কারণেই খণ্ডবিখণ্ড হয়ে যাচ্ছে। রিপাবলিকানরা এখন বুঝতে পারছে যে তারা নিজেরাই নিজেদের চাকরি হারানোর দলিলে স্বাক্ষর করেছে।’