
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » ভারতের শীর্ষ মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও হত্যার তিব্র নিন্দা জানাই - আহম্মেদ শাকিল
ভারতের শীর্ষ মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও হত্যার তিব্র নিন্দা জানাই - আহম্মেদ শাকিল
ভারতের শীর্ষ মাওবাদী নেতা নাম্বালা কেশব রাও হত্যার তিব্র নিন্দা জানাই - আহম্মেদ শাকিল
পক্ষকাল ডেক্স সংবাদ :ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসের স্বীকার নাম্বালা কেশব রাও। গত কাল ভারতের ছত্তিসগড়ে ভারতীয় রাষ্ট্রীয় বাহিনী ২৭ জন মাওবাদী কমিউনিষ্ট রাজনৈতিক দলের নেতাদের হত্যা করে। তাদের মধ্যে অন্যতম সংগঠক, পার্টির সাধারণ সম্পাদক, মাওবাদী আন্দোলনের অন্যতম পুরধা, নকশালপন্থী নাম্বালা কেশব রাও কেও তারা হত্যা করে। বাংলাদেশ ইনকিলাব পার্টির আহ্বায়ক আহম্মেদ শাকিল আজ এক প্রেস বিবৃতিতে এই হত্যাকাণ্ডে তিব্র নিন্দা জানান।
আহমেদ শাকিল এই হত্যা কান্ড কে গনহত্যা বলে অবিহিত করেন। এবং চরম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ বলে মনে করে।
অনতিবিলম্বে ভারত সরকার কে মাওবাদী দের হত্যার ষড়যন্ত্র থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।