শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » বিনোদন » অভিনেত্রী শ্রদ্ধা কাপুর গুরুতর আহত
প্রথম পাতা » বিনোদন » অভিনেত্রী শ্রদ্ধা কাপুর গুরুতর আহত
৩৭৫ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভিনেত্রী শ্রদ্ধা কাপুর গুরুতর আহত

পক্ষকাল সংবাদ-

অভিনয় নিখুঁত করার জন্য কী কী না করেন অভিনেতা-অভিনেত্রীরা। কঠোর পরিশ্রম করতে গিয়ে অনেক সময়ই গুরুতর চোটেরও শিকার হতে হয়। এবার নাচের অনুশীলনের সময় চোটের শিকার হলেন শ্রদ্ধা কাপুর। এই মুহূর্তে ‘স্ট্রিট ড্যান্সার ৩’ এর প্রস্তুতিতে ব্যস্ত শ্রদ্ধা। মুম্বাইতে চলছে ছবির শেষ অংশের রিহার্সেল। ছবির জন্য নাচের অনুশীলন করতে গিয়ে এবার পায়ে চোট পেলেন শ্রদ্ধা। এর আগে ঘাড় ও কাঁধে আঘাত পেয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানান অভিনেত্রী নিজেই। লেখেন, ‘পায়ের চোট সারাচ্ছেন সেটের ফিজিওথেরাপিস্ট.. প্রথমে ঘাড় ও কাঁধ, আর এবার পা। সাহায্যের জন্য তুমিই আছো। ধন্যবাদ।’ এর আগে বরুন ধাওয়ানও চোট পেয়েছিলেন হাঁটুতে। তবুও বিশ্রাম না নিয়ে নাচের অনুশীলন চালিয়ে যান বরুন।
‘স্ট্রিট ড্যান্সার ৩’ ছবির পরিচালনা করছেন রেমো ডি’ সুজা। পাঞ্জাবে শুরু হয়েছিল ছবির শুটিং। তারপর লন্ডন ও দুবাইতেও শুটিং হয় ছবির কিছু অংশের। ছবিতে শ্রদ্ধার বিপরীতে দেখা যাবে বরুন ধাওয়ানকে। এ ছাড়াও অভিনেত্রীকে দেখা যাবে ‘সাহো’, ‘বাঘি থ্রি’ ও ‘ছিছোড়’ ছবিতে।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)