শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী হত্যার মামলা: ৫১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী হত্যার মামলা: ৫১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
৪০৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী হত্যার মামলা: ৫১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

পক্ষকাল সংবাদ-
‘নুসরাত হত্যা মামলার আসামী শাহাদাত হোসেন শামীমকে নিয়ে গত ৪ এপ্রিল দুপুর ১টার দিকে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আসে পিবিআই। সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এসময় শামীমের দেওয়া তথ্যমতে মাদ্রাসার পুকুরের দক্ষিণ-পূর্ব পাশ থেকে একটি বোরকা উদ্ধার করা হয়। পিবিআই সেটি জব্দ করে। আমি জব্দ তালিকায় সই করি।’

আজ বৃহস্পতিবার জবানবন্দিতে একথা বলেন নুসরাত হত্যা মামলার সাক্ষী মাদ্রাসার শিক্ষক মো. আবুল কাশেম।

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (২৫ জুলাই) ২১তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে এমদাদ হোসেন পিংকেল, মো. শাহজাহান, মো. আবুল কাশেম ও মো. সেলিনুর রেজা আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীরা আদালতে তাদের সাক্ষ্য উপস্থাপন করলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের জেরা করেন।

আগামী ২৮ জুলাই আদালতে সাক্ষ্য দেবেন আরও সাত জন। তারা হচ্ছেন- মোশারফ হোসেন, গোলাম মাওলা, মনির হোসেন, কারারক্ষী মো. শাহনেওয়াজ, কারারক্ষী মো. রিপন, কারারক্ষী ছবি রঞ্জন ত্রিপুরা ও জেল সুপার মো. রফিকুল কাদের।

এ মামলার ৯২ জন সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ৫১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। গত ২৭ জুন থেকে এ মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়। শুরুর পর থেকে প্রতি কর্মদিবসে আদালত তাদের জবানবন্দি রেকর্ড করছেন।

এর আগে, গত ২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্য নেওয়া হয়। পরে, রাফির বান্ধবী নিশাত সুলতানা ও সহপাঠী নাসরিন সুলতানা, মাদ্রাসার পিয়ন নুরুল আমিন, নৈশপ্রহরী মো. মোস্তফা, কেরোসিন বিক্রেতা লোকমান হোসেন লিটন, বোরকার দোকানদার জসিম উদ্দিন, দোকানের কর্মচারী হেলাল উদ্দিন ফরহাদ, নুসরাতের ছোট ভাই রাশেদুল হাসান রায়হান, জহিরুল ইসলাম, হল পরিদর্শক বেলায়েত হোসেন, নুসরাতের মা শিরিন আখতার, শিক্ষক আবুল খায়ের, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য শেখ আবদুল হালিম মামুন, সোনাগাজী মাদ্রাসার দপ্তরি মো. ইউসুফ, সোনাগাজী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হোসাইন, সোনাগাজী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ইয়াছিন, অ্যাম্বুলেন্সচালক নুরুল করিম, সোনাগাজী ফাজিল মাদ্রাসার পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা নুরুল আফসার ফারুকী, সোনাগাজী মাদ্রাসার ছাত্রী তানজিনা বেগম সাথী, মাদ্রাসাছাত্রী বিবি জাহেদা বেগম তামান্না, মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক খুজিস্তা খানম, আয়া বেবী রাণী দাস, সহপাঠী আকলিমা আক্তার, কায়সার মাহমুদ, মাদ্রাসাছাত্রী ফাহমিদা আক্তার হামদুনা, নাসরিন সুলতানা, হল পরিদর্শক কবির আহম্মদ, তাহমিনা আক্তার, বিবি হাজেরা, আবু বকর সিদ্দিক, স্থানীয় বাসিন্দা মো. আকবর হোসেন, ফজলুল করিম, রাবেয়া আক্তার, মোয়াজ্জেম হোসেন, জাফর ইকবাল, প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, হাফেজ মোবারক হোসেন, মো. ইব্রাহীম, রেজা মো. এনামুল হক, মো. নুর উদ্দিন, আকরাম হোসেন, এমদাদ হোসেন পিংকেল, মো. শাহজাহান, মো. আবুল কাশেম ও মো. সেলিনুর রেজার সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।

চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। ৬ এপ্রিল ওই মাদ্রাসা কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা নুসরাতের শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে গত ১০ এপ্রিল মারা যান রাফি।



এ পাতার আরও খবর

শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়? শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
উপদেষ্টা ফেরেস্তা ঃ আরেক উপদেষ্টার পিএসকে সরিয়ে দেওয়া হলো উপদেষ্টা ফেরেস্তা ঃ আরেক উপদেষ্টার পিএসকে সরিয়ে দেওয়া হলো
“” “”"দুদক’র দৃষ্টি আকর্ষণ”"” বিআইডব্লিউটিএ’র মহা দুর্নীতিবাজ কবির হোসেনকে রক্ষায় দুর্নীতিবাজ ঠিকাদার সেলিম গংদের আবির্ভাব
বিআরটিএ ইকুরিয়াস্থ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নিয়ন্ত্রক নৈশ প্রহরী শামিম গুলজার বিআরটিএ ইকুরিয়াস্থ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নিয়ন্ত্রক নৈশ প্রহরী শামিম গুলজার
ইউনুসের লোভী সাম্রাজ্য: জনগণের টাকায় বিলাসিতা ইউনুসের লোভী সাম্রাজ্য: জনগণের টাকায় বিলাসিতা
নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক হত্যা নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে যুবক হত্যা
স্টারলিংকের আড়ালে অস্ত্র প্রবেশ: বাংলাদেশের নতুন সংকট স্টারলিংকের আড়ালে অস্ত্র প্রবেশ: বাংলাদেশের নতুন সংকট
চতুর্মুখী যুদ্ধের ছায়ায় উপমহাদেশ চতুর্মুখী যুদ্ধের ছায়ায় উপমহাদেশ
কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ
নারী সংস্কার কমিশনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে বাতিলের দাবি নারী সংস্কার কমিশনকে ‘ইসলামবিরোধী’ আখ্যা দিয়ে বাতিলের দাবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)