বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারীরা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছে
পক্ষকাল সংবাদ-
সাত কলেজের অধিভুক্তি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে ১০ সদস্য বিশিষ্ট একটি সুপারিশ কমিটি গঠন করায় আশ্বস্ত হয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে এসেছেন অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেন আন্দোলনকারীদের মুখপাত্র শাকিল মিয়া। তবে অধিভুক্তি বাতিলের আন্দোলন চলমান থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে শাকিল মিয়া বলেন, কর্তৃপক্ষের আশ্বাসে তারা ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। প্রশাসনের দেয়া আশ্বাসকে পর্যবেক্ষণে রেখে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।
রোববার বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর স্বারকলিপি দিতে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি সাত কলেজ অধিভুক্তি বাতিল না করে বা কালক্ষেপণ করে, তাহলে আবার কঠোর আন্দোলনে যাবেন তারা।
সাত কলেজের অধিভুক্তি একটি অপরিকল্পিত সিদ্ধান্ত ছিলো বলে উল্লেখ করে তিনি বলেন, সে কারণে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু প্রশাসন বারবার মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি।
আন্দোলনকারীদের আরেক নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কমিটি গঠন করেছে সেটা তারা পর্যবেক্ষণে রেখে তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্তের দিকে না যায় তাহলে আবার তুমুল আন্দোলন গড়ে তোলা হবে।
এর আগে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। সংবাদ সম্মেলনের পর পুনরায় বিক্ষোভ মিছিল বের করেন তারা।




“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
সাংবাদিকতা নিয়ন্ত্রণ করা কোন সংগঠনের কাজ নয়: বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন
বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
রাষ্ট্রীয় সংস্কার: জনগণের আকাঙ্ক্ষা না কি পশ্চিমা চাপ?
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দোহা সফর: মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দলের বৈঠক: কূটনীতি না কি গোপন রাজনৈতিক সমন্বয়?