শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » সুরকার এ আর রহমানের কন্যার বোরখা বিতর্ক সামাজিক মাধ্যমে
সুরকার এ আর রহমানের কন্যার বোরখা বিতর্ক সামাজিক মাধ্যমে
ডেস্ক -বিবিসি
অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের কন্যা খাতিজা কেন বোরখা পরেছেন, তা নিয়ে কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ‘ট্রলড’ হওয়ার পরে মেয়ের পাশেই দাঁড়িয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে কন্যা খাতিজার বোরখা পরাকে সমর্থন করে তিনি টুইট করেছেন, ‘ফ্রিডম টু চুজ’, অর্থাৎ পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা বলে।
স্ত্রী আর দুই মেয়ের সঙ্গে শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানির ছবিটি টুইটারে প্রকাশ করে মি. রহমান লিখেছেন, “আমার পরিবারের তিন অমূল্য নারী খাতিজা, রাহিমা এবং সায়রার সঙ্গে নীতা আম্বানিজি।”
তার নিচেই হ্যাশট্যাগ করেছেন ‘ফ্রিডমটুচুজ’।
ওই ছবিটিতে স্ত্রী এবং এক কন্যা রাহিমার মুখ দেখা গেলেও আরেক কন্যা খাতিজা কালো রঙের একটি বোরখা পরে রয়েছেন। তার মুখও ঢাকা রয়েছে ছবিটিতে।
ক’দিন আগে থেকেই সামাজিক মাধ্যমে কন্যা খাতিজার বোরখা পরা নিয়ে যে বিতর্ক চলছিল, মি. রহমানের নতুন টুইটের পরে তা আরও ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে।
একদল বোরখা পরা নিয়ে তির্যক মন্তব্য করছেন, অন্য দল মি. রহমানের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন পোশাক বেছে নেওয়ার স্বাধীনতা প্রত্যেকেরই রয়েছে বলে।
”মহাভারত” নামের এক টুইট ব্যবহারকারী মি. রহমানের টুইটের জবাবে লিখেছেন, “প্রথমত খাতিজা-জীর নিশ্চয়ই ডিনার করতে বেশ অসুবিধা হয়েছে। দ্বিতীয়ত, খাতিজা-জী তার বদলে অন্য যে কাউকেই পাঠিয়ে দিতে পারতেন, কেউ চিনতে পারত না।”




বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না