বৃহস্পতিবার, ২১ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিনোদন » সাদা পোশাক-হালকা ক্লিভেজ! সানির এই ছবি দেখলে নিজেকে ঠিক রাখতে পারবেন তো?
সাদা পোশাক-হালকা ক্লিভেজ! সানির এই ছবি দেখলে নিজেকে ঠিক রাখতে পারবেন তো?
সোশ্যাল মিডিয়ায় সানি লিওনির আপডেট মানেই হট, সিজলিং ব্যাপার স্যাপার৷ সেই কারণেই ভক্তরা প্রায় সর্বক্ষণ তাঁর সোশ্যাল সাইটে চোখ রেখে বসে থাকেন৷ সম্প্রতি নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোরগেল ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়৷ পুরোপুরি ওয়াইট জামা পড়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি৷ একদৃষ্টে তাকিয়ে রয়েছেন ক্যামেরার দিকে৷ তাতেই ঘায়েল নেটিজেন৷ অসংখ্য কমেন্টস এবং লাইকের বন্যা বইছে তাঁর এই পোস্টে৷
মাস খানেক আগে ডাব্বু রত্নানির ফোটোশ্যুটের ছবিও রিভিল করেছিলেন সানি৷ বলিউডে ডাব্বু রত্নানির ক্যালেন্ডার লঞ্চ এক বার্ষিক উৎসব। শুরু হয়ে গিয়েছে তারই আয়োজন। কারণ শুধু তারকারাই নন, সারা দেশের ফ্যাশন ও ফটোগ্রাফি প্রেমীরা অপেক্ষা করে থাকেন এবছর তাঁর ক্যামেরার সামনে কাকে নতুন রূপে দেখা যাবে। সামনে এসেছে তারই কয়েকটি ঝলক।
এবছর ডাব্বুর দিন-পঞ্জিকায় হট পার্টে থাকছেন সানি। সেকথা জানিয়ে দিলেন তিনি। আসলে ডাব্বু রত্নানি লেন্সের ওপার থেকে বলি-সেলেবদের যেভাবে তুলে আনেন তাঁর আদরের ক্যালেন্ডারে তা সত্যি অসাধারণ। সেই লেন্সে ধরা পড়েছে সানি লিওন। তো ঝড় তো উঠবেই।




‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি