শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » বিনোদন » বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব
প্রথম পাতা » বিনোদন » বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব
৩৮৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

---
পক্ষকাল প্রতিবেদক
ঢাকা:
মহান বিজয়ের মাসে বলাকা সিনেওয়ার্ল্ডে ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ২০১৪’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার থেকে ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার পর্যন্ত চলবে এ সপ্তাহব্যাপী এই উৎসব।

ভার্সেটাইল মিডিয়া নিবেদিত ‘মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব ২০১৪’ আয়োজন করছে ঢুলি কমিনিকেশনস। ঢুলি কমিউনিকেশনস সূত্রে জানা যায়, এই উৎসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক জনপ্রিয় সাতটি ছবি প্রর্দশিত হবে। ছবিগুলো হচ্ছে- ‘ওরা ১১ জন’, ‘আগুনের পরশমনি’, ‘আমার বন্ধু রাশেদ’, ‘মেঘের পরে মেঘ’, ‘জয়যাত্রা’, ‘গেরিলা’ ও ‘মাটির ময়না’।

১৯ ডিসেম্বর সকাল ১১টায় বলাকা সিনেওয়ার্ল্ডে উৎসবের জমকালো উদ্ধোধন অনুষ্ঠিত হবে। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভার্সেটাইল মিডিয়ার প্রধান নির্বাহী আরশাদ আদনান সহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা। এছাড়াও অনুষ্ঠানে চারজন বীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে সন্মাননা প্রদান করা হবে।

এ প্রসঙ্গে ঢুলি কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক আল মাহমুদ মানজুর বলেন, ‘মুক্তিযুদ্ধ আমাদের অহংকার। বিজয়ের উচ্ছ্বাস ছড়াতেই আমাদের এ আয়োজন। তারকা খচিত জমকালো এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনবদ্য ৭টি চলচ্চিত্র। প্রজন্ম থেকে প্রজন্মে বিজয়গাঁথা মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’

চলচ্চিত্র প্রর্দশনের তারিখ:
১৯ ডিসেম্বর- ওরা ১১ জন
২০ ডিসেম্বর- আগুনের পরশমনি
২১ ডিসেম্বর- আমার বন্ধু রাশেদ
২২ ডিসেম্বর- জয়যাত্রা
২৩ ডিসেম্বর- গেরিলা
২৪ ডিসেম্বর- মেঘের পরে মেঘ
২৫ ডিসেম্বর- মাটির ময়না।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)